ব্যবসায়ী অপহরণের চেষ্টা, ঘটনায় গ্রেপ্তার চার দুষ্কৃতী...
আজকাল | ১২ জুলাই ২০২৪
মিল্টন সেন, হুগলি: মার্চ মাসের ভরদুপুরে বাড়ি ফেরার পথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সুপারী ব্যবসায়ীকে অপহরের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ দায়ের হয় থানায়। বুধবার অভিযোগে চুঁচুড়া রেল লাইন সংলগ্ন এলাকা থেকে চার জনকে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত, গত ৩১ মার্চ দুপুরে স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন চুঁচুড়া পল্লীশ্রীর বাসিন্দা মৃনাল সাহা। তাঁর পোলবার সুগন্ধায় সুপারী প্রক্রিয়া করনের একটি কারখানা রয়েছে। সেদিন বাড়ি ফেরার পথে সুগন্ধার অমরপুরের কাছে তাকে বাইক নিয়ে আটকায় কয়েক জন দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে তাদের বাইকে তোলার চেষ্টা করে। টানাটানির সময় রাস্তায় পরে গিয়ে পা ভাঙে ব্যবসায়ীর। লোক জড়ো হতেই তাকে ফেলে রেখে চম্পট দেয় অপহরনকারীরা। চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি থাকেন ব্যবসায়ী। ঘটনার তদন্তে নেমে পোলবা থানার পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করে। ঘটনায় অভিযুক্ত একজনকে গত মে মাসের ৬ তারিখে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও চারজন, এখনও পর্যন্ত ওই ঘটনায় যুক্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা চুঁচুড়া রবীন্দ্র নগরের কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসের বিরোধী বাবু পাল গোষ্ঠীর লোক। বাবু পাল এক সময় টোটোনের সঙ্গে থাকলেও বর্তমানে একে অপরের শত্রু। তবে কেনও এই ব্যবসায়ী অপহরণের চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ।