বাজারে কাঁচা আনাজের দাম কমাতে প্রশাসনিক অভিযান অব্যাহত...
আজকাল | ১২ জুলাই ২০২৪
মিল্টন সেন,হুগলি : কাঁচা আনাজ নিয়ে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে তৎপর প্রশাসন। প্রশাসনের তরফে প্রত্যেক বাজারে শুরু হয়েছে অভিযান। অতিরিক্ত লাভ করা যাবে না, সাবধান করে দেওয়া হলো ফড়েদের।
মুখ্যমন্ত্রী বলেছেন বাজারদর নিয়ন্ত্রণে রাখতে হবে। বিভিন্ন বাজারে ঘুরে সেটাই দেখা হচ্ছে। জানিয়ে দেওয়া হচ্ছে, ফড়েরা যে দামে কিনছেন, খুব বেশি লাভ না করে সামান্য লাভে বিক্রি করুক। চাষীদের ফসল ঠিক মত না হওয়ায় দাম বাড়ছে। বাজারে কাঁচা আনাজের আমদানী হলেই দাম কমবে। এদিন সুগন্ধ্যার গোটু বাজারে আলু এবং পিঁয়াজের আড়তগুলিও ঘুরে দেখেন আধিকারিকরা। কথা বলেন আড়তদারদের সঙ্গে।