তোলা না পেয়ে কলেজে তালা! মালদায় তৃণমূল নেতার নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের ...
আজকাল | ১২ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: তোলা না পেয়ে তালা। উঠল তৃণমূল কংগ্রেস নেতার নামে দাদাগিরির অভিযোগ। ঘটনাস্থল মালদা। অভিযোগ, তোলার টাকা না পেয়ে পুরনো মালদার একটি বেসরকারি বিএড কলেজে তালা ঝুলিয়ে দিলেন শাসকদলের নেতা নাসির আহমেদ ওরফে ভাষ্কর। তিনি আবার মোথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলের তৃণমূল নেতা। শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে ভাঙা হল তালা। কর্তৃপক্ষ ফিরে পান কলেজ। কিন্তু কার্যত আতঙ্কিত তাঁরা।
ঘটনার নিন্দা করে জেলা তৃণমূল নেতা আশিস কুণ্ডু জানান, তদন্তে দোষী সাব্যস্ত হলে তিনি যতবড়ই হোন না কেন, তিনি দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন। দল এই কাজে কোনও প্রশ্রয় দেয় না।