• আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই যাচ্ছেন মমতা, যাওয়ার আগে কড়া বার্তা দিলেন সংবাদমাধ্যমে...
    আজকাল | ১২ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আম্বানিদের বিয়ে বাড়িতে যোগ দেবেন, সঙ্গে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মুম্বই সফরে মমতা। যাওয়ার আগে যেমন সফরের কর্মসূচি জানালেন, তেমন ক্ষোভ প্রকাশ করলেন বিস্তর। বিশেষ-বিশেষ সংবাদ মাধ্যমকে এ্কহাত নিয়ে দিলেন সতর্কবার্তা। সাফ জানালেন, ‘আবেদন জানাচ্ছি। আবেদনে কাজ না হলে আইনের পথ দেখব। সরি, এটা বলতে বাধ্য হলাম।‘ নির্বাচনকে সামনে রেখে ওই বিশেষ সংবাদমাধ্যমগুলির পরিকল্পনা ছিল বলেও উল্লেখ করেন । 

    গণপিটুনিসহ একগুচ্ছ ঘটনায় পরপর নিশানায় মমতার দল। নাম জড়াচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের। নাম উল্লেখ না করেই এদিন আড়িয়াদহ-কাণ্ড নিয়ে মুখ খোলেন দলের সুপ্রিমো। একইসঙ্গে ক্ষুব্ধ মমতা সতর্ক করলেন সংবাদমাধ্যমগুলিকে। বললেন, বিজেপির কথায় কিছু সংবাদ মাধ্যম ক্রমাগত ভুল সংবাদ দেখাচ্ছে জনসাধারণকে। তিনি বলেন, ‘অথচ তখন অর্জুন সিং সাংসদ ছিলেন সেখানকার। যারা করেছিল তারা গ্রেপ্তার হয়ে এখনও জেলে।‘ নির্বাচনের সমগ্র ঘটনাকে এড়িয়ে কেবল বিশেষ সংবাদ বেছে বারবার প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। সঙ্গেই মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন, তাঁর জমানায় অপরাধ করলে, করলে রেয়াত নয় কাউকেই। বলেন, ‘কিছু সংবাদমাধ্যম বাড়াবাড়ি করে উত্তেজনা ছড়াচ্ছে, প্ররোচনা মূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে, ভুল বোঝাচ্ছে। তাদের ‘মোদি-মিডিয়া’ কটাক্ষও করেন এদিন। শুধু ক্ষোভ প্রকাশ নয়, সংবাদমাধ্যমগুলিকে পরামর্শ দিলেন, কিছু সত্য জানার থাকলে নবান্ন বা পুলিশের কাছে ‘ক্রসচেক’ করে নেওয়া হোক। পুলিশের দেওয়া তথ্য না শুনে একতরফা সংবাদ পরিবেশন হচ্ছে বলে অভিযোগ করে বলেন, ‘একতরফা খবর পরিবেশন হচ্ছে, কারণ, তা না হলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স-ইডি-সিবিআই রেড করবে। এটা দীর্ঘদিন চলতে পারেন না। একেবারে শেষে বলেন, ‘আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আবেদনে কাজ না হলে আইনের পথ দেখব। সরি, বলতে বাধ্য হলাম।‘
  • Link to this news (আজকাল)