জমি দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তারির পরই ব্যবস্থা, বহিষ্কৃত শিলিগুড়ির তৃণমূল নেতা
প্রতিদিন | ১২ জুলাই ২০২৪
শান্তনু কর, জলপাইগুড়ি: জমি দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের ডাবগ্রাম- ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সহ সভাপতি গৌতম গোস্বামীকে দল থেকে বহিষ্কার। কয়েকদিন আগে ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককেও একই অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন গৌতম গোস্বামী। রাজ্য তৃণমূলের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জেলা তৃণমূলের তরফে বহিষ্কার করা হয় তাঁকে। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান।
সরকারি জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে শুরু হয় ধরপাকড়। ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার তৃণমূলের ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ। দেবাশিস মেয়র গৌতম দেব ‘ঘনিষ্ঠ’ বলেই জানা গিয়েছে। এর পর পুলিশ দেবাশিস প্রামাণিকের ‘ঘনিষ্ঠ’ বিমল এবং মহম্মদ কালামকে গ্রেপ্তার করে। তাঁদের জেরা করেই গৌতম গোস্বামীর নাম জানতে পারেন তদন্তকারীরা। তার পরই তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি।
তবে দেবাশিস গ্রেপ্তারের পর থেকে গৌতম সতর্ক হয়ে যান। শিলিগুড়ি ছেড়ে পালিয়ে যান। প্রথমে কলকাতায় চলে আসেন। বেশ কয়েকদিন গা ঢাকা দিয়েছিলেন। সেখান থেকে চলে যান হায়দরবাদে। তার পর বেঙ্গালুরু হয়ে দিল্লিতে পৌঁছন তৃণমূল নেতা। গোপন সূত্রে সে খবর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে পৌঁছয়। তার পরিপ্রেক্ষিতে দিল্লিতে পৌঁছন আধিকারিকরা। চলতি মাসেই গ্রেপ্তার করা হয় তাঁকে। এবার দল থেকেও বহিষ্কার করা হল জমি দুর্নীতিতে নাম জড়ানো তৃণমূল নেতাকে।