• নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ৫ বছর কারাদণ্ড সাধুর
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার দায়ে এক সাধুকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল বোলপুর আদালত। এ যেন ‘সির্ফ এক বান্দা কাফি হে’ সিনেমার বাস্তব চিত্রনাট্য। জনপ্রিয় ওই সিনেমায় এক প্রভাবশালী ভণ্ড সাধুকে আদালতে দোষী সাব্যস্ত করিয়ে শাস্তি দিয়েই ছেড়েছিলেন আইনজীবী তথা অভিনেতা মনোজ বাজপায়ী। তারজন্য তাঁকে কম কাঠখড় পোড়াতে হয়নি। বাস্তবেও সেই একই চিত্র দেখা গেল লাভপুরের এই ঘটনায়। একই কায়দায় ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত।  দীর্ঘ পাঁচ বছর ধরে মামলাটি চলছিল। বুধবার অভিযুক্ত মধুসূদন যশকে দোষী সাব্যস্ত করেন বিচারক উমেশ সিং। বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হয়। অবশেষে সুবিচার পেয়ে খুশি নাবালিকার পরিবার।  পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৮সালে ওই ঘটনাটি ঘটে। ওই নাবালিকার বাড়ি লাভপুরের একটি গ্রামে। পড়াশোনার প্রয়োজনে কিছু জরুরি নোটস জেরক্স করার জন্য সে বাড়ি থেকে বেরিয়েছিল। সেইসময় এলাকারই তার পরিচিত এক সাধু তাকে জরুরি কথা বলার অছিলায় ডেকে তার আশ্রমে নিয়ে যায়। সেখানে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ভণ্ড সাধু মধুসূদন। সেখান থেকে নিজের বুদ্ধির জোরে কোনওক্রমে পালিয়ে আসতে সক্ষম হয় ওই নাবালিকা। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় ওই নাবালিকাকে। তবু সাহসের সঙ্গে ওই ছাত্রী বাড়ি ফিরে সবকিছু পরিবারকে জানায়। এরপর নাবালিকার বাবা অভিযুক্তের বিরুদ্ধে লাভপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস সঙ্গে সঙ্গে তৎপর হয়ে মধুসূদনকে গ্রেপ্তার করে।‌ তারপর থেকে অভিযুক্ত জেলে ছিল। তবে সম্প্রতি অভিযুক্ত জামিন পেয়েছিল। সরকারি আইনজীবী তপনকুমার দাশ বলেন, পাঁচ বছর ধরে মামলাটি বিচারাধীন ছিল। মোট ১৭জনের সাক্ষ্য ও  প্রমাণের ভিত্তিতে বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বোলপুর আদালতের বিচারক। বৃহস্পতিবার বিচারক তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাস কারাদণ্ডের সাজা ঘোষণা করেন।
  • Link to this news (বর্তমান)