• ডেনমার্কে ফুটবল খেলতে যাচ্ছে রানিতলার অনিকেত, খুশি আমডহরা গ্রামের বাসিন্দারা
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, লালবাগ: অনুর্ধ্ব ১৪ ভারতীয় ফুটবল দলের সঙ্গে ১৯ জুলাই মুম্বই থেকে ডেনমার্ক পাড়ি দিচ্ছে নবাবের জেলা মুর্শিদাবাদের ছাত্র অনিকেত দাস। আগামী ২৫ জুলাই ডেনমার্কে ইংল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, ঘানা, ভারত, শ্রীলঙ্কা সহ ১২টি দেশ নিয়ে ওয়ার্ল্ড লার্জেস্ট ইউথ নকআউট ফুটবল টুর্নামেন্ট ‘দানা কাপ’ অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিযোগিতার প্রথম দিনে ভারত ও শ্রীলঙ্কা ম্যাচে তিন কাঠির নীচে দাঁড়িয়ে দুর্গ সামলাবে অনিকেত। অনূর্ধ্ব-১৪ ভারতীয় ফুটবল দলের গোলরক্ষক হিসেবে অনিকেতের ডেনমার্ক যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া জেলা ক্রীড়া মহলে। বৃহস্পতিবার সকালে রানিতলা থানার আমডহড়ার বাড়িতে গিয়ে অনিকেতের হাতে পথখরচ হিসেবে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধনা জানালেন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 


    বিধায়ক বলেন, অনিকেত ভারতীয় দলে জায়গা করে নিয়ে ভগবানগোলার পাশাপাশি সমগ্র জেলাকে গর্বিত করেছে। আগামী দিনে আরও সাফল্য কামনা করছি। যেকোনও প্রয়োজনে সাধ্যমতো অনিকেতের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ভগবানগোলা বিধানসভার রানিতলা থানার আমডহড়ার বাসিন্দা অনিকেত দাসজিয়াগঞ্জসিঙ্ঘী হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। বাবা অলোক দাস স্থানীয় হাটে জামাকাপড় ফেরি করেন। অন্য সময় টোটো চালান। মা নমিতা দাস হাসানপুর জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলের পার্শ্বশিক্ষক। নিম্নবিত্ত পরিবারের সন্তান অনিকেতের ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আকর্ষণ ছিল। পাঁচ বছর বয়সে বাবার হাত ধরে বাড়ির পাশে মাধবীগঞ্জ মাঠে ফুটবলে হাতেখড়ি। অলোকবাবু বলেন, ছেলের ফুটবলের প্রতি আগ্রহ দেখে ওকে নিয়ে প্রতিদিন মাঠে অনুশীলন শুরু করি। তবে প্রথম থেকেই ওর পছন্দের জায়গা তিন কাঠির নীচে। বাড়ির পাশের মাঠে বছর দু’য়েক অনুশীলনের পর লালবাগের ক্লাবে ভর্তি করে দেওয়া হয়। ওখানে চন্দন রাম ও পার্থ ভৌমিকের তত্ত্বাবধানে অনুশীলন শুরু হয়। গতবছর ডিসেম্বর মাসে বহরমপুর স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৪ ভারতীয় ফুটবল দলের গোলরক্ষক বাছাইয়ের জন্য জেলার বিভিন্ন প্রান্তের ক্লাবের খেলোয়াড়দের ডাকা হয়। শতাধিক প্রতিযোগীকে পিছনে ফেলে অনিকেত নির্বাচিত হয়। 


    মা নমিতা দাস বলেন, অনিকেত পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলাও সমানভাবে চালিয়ে যাচ্ছে। ভারতীয় দলে সুযোগ পাওয়া বড় সাফল্য। আশা করছি, ডেনমার্কে ভারতীয় ফুটবল দল ভালো ফল করবে। জিয়াগঞ্জ সিঙ্ঘী হাইস্কুলের প্রধান শিক্ষিকা মনীষা প্রামাণিক বলেন, আমাদের স্কুলের একজন পড়ুয়া ভারতীয় ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে ফুটবল খেলবে, এটা খুব গর্বের বিষয়। ওর ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করি।
  • Link to this news (বর্তমান)