• পর্যাপ্ত সাফাই কর্মী দিচ্ছে না পুরসভা, অভিযোগ কাউন্সিলারের
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ওয়ার্ডে পর্যাপ্ত সাফাই কর্মী দিচ্ছে না কৃষ্ণনগর পুরসভা। যা নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বর্ণালি গুইন দত্ত। তাঁর অভিযোগ, ওয়ার্ডে পাঁচজন সাফাই কর্মী দেওয়া হয়েছিল। কিন্তু, তাঁরা অনিয়মিত হওয়ায় ওয়ার্ডের সাফাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। যদিও পুরসভার তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুরসভার চেয়ারম্যান রীতা দাস বলেন, অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ১১ নম্বর ওয়ার্ডে পর্যাপ্ত সাফাই কর্মী রয়েছে।


    উল্লেখ্য, ওই ওয়ার্ডের মধ্যেই শক্তিনগর জেলা হাসপাতাল রয়েছে। নিয়মিত সাফাই না হওয়ার ফলে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। তাই কাউন্সিলার জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে তাঁর ওয়ার্ডে পর্যাপ্ত সাফাই কর্মী নিয়োগের আবেদন রেখেছেন। কাউন্সিলার বলেন, বর্তমানে আমাদের ওয়ার্ডে পাঁচ হাজার লোক বসবাস করেন। সারাদিন বহু রোগী শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। কিন্তু নিয়মিত সাফাই না হওয়ার ফলে ওয়ার্ডে আবর্জনা জমে যায়। পুরসভাকে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোনও কাজ হয়নি। তাই জেলাশাসক ও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছি। 


    কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখব।
  • Link to this news (বর্তমান)