• সাঁইথিয়ায় রক্ষণাবেক্ষণের জন্য ময়ূরাক্ষীর উপর নতুন সেতুতে বন্ধ থাকবে যান চলাচল
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার থেকে টানা একমাস সাঁইথিয়ার ময়ূরাক্ষীর উপর নতুন ব্রিজের উপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জেলা প্রশাসন নোটিস দিয়ে সেই নির্দেশিকা জারি করে বৃহস্পতিবার। জানানো হয়েছে, ব্রিজটি জাতীয় সড়ক অধিগ্রহণের আগে রক্ষণাবেক্ষণের জন্য টানা এক মাস সময় লাগবে। সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এর জন্য ময়ূরাক্ষীর সিউড়ির তিলপাড়া ব্যারেজের জলের নিয়ন্ত্রণ এই ক’দিন কীভাবে রাখা যায় তা দেখতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে ব্রিজে যান চলাচল বন্ধের ফলে সাঁইথিয়াবাসীর দুর্ভোগ যে আরও কয়েকগুন বেড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। এখন নদীর উত্তর দিকে যাওয়ার একটাই উপায় অস্থায়ী সেতু। তবে বর্ষার সময় জল বাড়লে অস্থায়ী সেতু ভেঙে গেলে লোকজনকে অন্তত ৬০কিমি ঘুরে যাতায়াত করতে হবে। এখন আগামীতে পরিস্থিত কোন অবস্থায় দাঁড়ায় এখন সেটাই দেখার। এর পাশাপাশি এও প্রশ্ন উঠছে, তাহলে এতদিন ধরে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ রেখে তাহলে কী কাজ হল? ক্ষোভ একাংশের মধ্যে। সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত বলেন, প্রশাসন নোটিস দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে বলেছে। শহরবাসীর সহযোগিতা কামনা করি।
  • Link to this news (বর্তমান)