নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে রাখা ছিল এক কেজি মুরগির মাংস। সেই সাইকেল নিয়ে চম্পট দিল এক চোর। অন্যান্য দিনের মতো বহরমপুরের ইন্দ্রপ্রস্থের বাসিন্দা সঞ্জয় কর্মকার কান্দি বাসস্ট্যান্ডে বাজার করতে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে সেখানে মাংস কেনার পর তিনি অন্যান্য আনাজপত্র কেনার জন্য বাজারে ঢোকেন। সেই সময় মাংসের প্যাকেটটি সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে রেখে তিনি সব্জি বাজারে ঢোকেন। এরপরই সাইকেল চোর মাংসের প্যাকেট সহ সাইকেলটি নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
বাজারে আসা অন্যান্য ক্রেতাদের দাবি, এত সাইকেল থাকতে সঞ্জয়বাবুর সাইকেলের দিকে চোরের নজর ছিল। তার কারণ ওই সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ছিল কেজি খানেক মাংসের প্যাকেট। চোর সাইকেলের সঙ্গে মাংসও নিয়ে গিয়েছে। সঞ্জয়বাবু বলেন, বুঝতেই পারিনি যে এরকম ঘটনা ঘটবে। বাড়ি থেকে সাইকেল নিয়ে বাজারে গিয়েছিলাম। সেখানে এক কেজি মুরগির মাংস কিনে নিয়ে বাড়ি ফিরছিলাম। মাঝে কান্দি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। সেই সময় কিছুক্ষণ পরে পিছন ঘুরে তাকিয়ে দেখি সাইকেলটি নেই। মাংসের সঙ্গে আরও কিছু জিনিসপত্র ছিল। সব চুরি হয়ে গিয়েছে। মাংসও গেল, সাইকেলও গেল। চোর মনে হয় ভোজনরসিক।