• খানাকুলে দ্রুত রাস্তা তৈরির দাবিতে অবরোধ
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ঢিমেতালে চলছে রাস্তার কাজ। তার জেরে সমস্যায় পড়ছেন স্থানীয় ব্যবসায়ী থেকে পথ চলতি মানুষ। দ্রুত রাস্তা তৈরির দাবিতে বৃহস্পতিবার খানাকুলের সেকেন্দারপুর মোড়ে ব্যবসায়ীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিসের আশ্বাসে অবরোধ ওঠে। মহকুমা পূর্তদপ্তরের এক আধিকারিক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। নানা কারণে কাজের গতি থমকে যাচ্ছে। রাস্তার কাজ যাতে দ্রুত শেষ যায় তার চেষ্টা চলছে।


    খানাকুল-১ ব্লকের রামমোহন-২ পঞ্চায়েতের মোড় থেকে আটঘড়া পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে। এলাকার মানুষ একদিকে তারকেশ্বর, অন্যদিকে গণেশপুর ধোপাঘাট যাওয়ার জন্য এই পথ ব্যবহার করেন। চার কিমি রাস্তার পুরনো পিচ তুলে ফেলা হয়েছে। যারজেরে রাস্তার একাধিক জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, খানাখন্দে ভরা রাস্তার উপর দিয়ে বাস, লরি, মোটরভ্যান চলাচল করছে। যানবাহন চলাচলের সময় রাস্তার দু’পাশ ধুলোয় ভরে যাচ্ছে। তার জেরে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)