• ফিল্মি কায়দায় উদ্ধার বিশ্বভারতীর ছাত্রীর ছিনতাই হওয়া মোবাইল
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: ফিল্মি কায়দায় বিশ্বভারতীর ছাত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। এমনকী, তাঁরা ওই ছিনতাইকারীকে পাকড়াও করে শান্তিনিকেতন থানার পুলিসের হাতে তুলে দিয়েছেন। মোবাইল ফিরে পেয়ে স্বভাবতই স্বস্তিতে ওই ছাত্রী। ‌বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বিশ্বভারতীর ক্যাম্পাস লাগোয়া শ্রীনিকেতন রোডে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বভারতীর সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী নিশা পাশওয়ান। এদিন তিনি ক্লাস শেষ করে তাঁর বাড়ি স্কুলবাগানে ফিরছিলেন। এমন সময় এক ছিনতাইকারী তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এরপর বাড়ি ফিরে এসে তিনি ঘটনার কথা বাবাকে জানান। পরে, বাবার নম্বর থেকে নিজের নম্বরে ফোন করে মোবাইল ফিরে পাওয়ার শেষ চেষ্টা করেন। মোবাইল ছিনতাই বা চুরির ক্ষেত্রে দুষ্কৃতীরা সাধারণত সঙ্গে সঙ্গে ফোন সুইচড অফ করে দেয়। কিন্তু এক্ষেত্রে নিশার ফোনে রিং হয়। দুষ্কৃতী সেই ফোনও তোলে। দুই হাজার টাকা দেওয়া হলে ফোন ফিরিয়ে দেওয়া হবে, এমন আশ্বাস দিয়ে জামবুনি এলাকায় তাকে আসতে বলে। সেই বিষয়টি নিশা বিশ্বভারতী নিরাপত্তা আধিকারিককে জানানোর পর বাবাকে নিয়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক বেশ কিছু কর্মীকে সাধারণ পোশাকে নিশার পিছনে যেতে বলেন। এরপর নিশা ওই দুষ্কৃতীর কাছে পৌঁছে কথাবার্তা শুরু করতেই নিরাপত্তারক্ষীরা তাকে পাকড়াও করে মোবাইলটি উদ্ধার করেন। পাশাপাশি, থানায় তাকে নিয়ে গিয়ে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিস অভিযুক্তকে আটক করেছে। 
  • Link to this news (বর্তমান)