১৬ জুলাই থেকে বাঁকুড়ার নদনদী থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের
বর্তমান | ১২ জুলাই ২০২৪
সংবাদদাতা, বিষ্ণুপুর: ১৬ জুলাই থেকে বাঁকুড়ার সমস্ত নদ ও নদী থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্ষার মরশুমে জেলায় দ্বারকেশ্বর, দামোদর, শিলাবতী প্রভৃতি নদ ও নদীতে সমস্ত খাদান বন্ধ করতে হবে। এবং নদী গর্ভ থেকে বালি তোলা থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরই বর্ষার মরশুমে জেলার নদী থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্যান্য বছর ১জুলাই থেকেই তা কার্যকর করা হয়। তবে এবারে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় জেলার অধিকাংশ নদী শুকনো। তাই বৈধ খাদান থেকে বালি তোলার সময় আরও কিছুটা বাড়ানো হয়। তবে ১৬ জুলাইয়ের পর থেকে সমস্ত নদ ও নদীতে খাদান চালু রাখলে অথবা বেআইনিভাবে বালি তোলা হলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেজন্য নির্দিষ্ট সময়ের আগেই খাদান থেকে সমস্ত যন্ত্রপাতি তুলে নিতে হবে। খাদানে যাবতীয় কাজকর্ম বন্ধ রাখতে হবে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, জেলার বিভিন্ন নদ ও নদীতে বালি তোলায় নিষেধাজ্ঞার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানা এবং ভূমি দপ্তর সহ প্রশাসনের স্থানীয় আধিকারিকদেরকে নজর রাখতে বলা হয়েছে।