• জেলার উন্নয়ন বৈঠকে গরহাজির প্রধান থেকে সমিতির সভাপতিরা, ক্ষুব্ধ আধিকারিকরা
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রতিটি মহকুমা ধরে ধরে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজের মূল্যায়ন নিয়ে বৈঠক ডাকে জেলা প্রশাসন। তবে সেই বৈঠকে গরহাজির বহু পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। কেউ বৃষ্টির কারণ দেখিয়ে, কেউ বাড়ির সদস্যের শরীর খারাপ বলে বৈঠকে আসেননি। অনুপস্থিতির কারণ শুনে রীতিমতো ক্ষুব্ধ জেলা প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার বহরমপুর সদর মহকুমার পাঁচটি ব্লকের বিডিও ও জনপ্রতিনিধিদের নিয়ে রবীন্দ্রসদনে সেই বৈঠক হয়। হাজির ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) শামসুর রহমান, সদরের মহকুমা শাসক শুভঙ্কর রায়, ডিপিআরডিও রাজর্ষি নাথ প্রমুখ। 


    জানা গিয়েছে, সদর মহকুমার বহরমপুর, নওদা, হরিহরপাড়া, বেলডাঙা-১ ও ২ ব্লকের সমস্ত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে ডাকা হয়েছিল। সেখানে প্রতিটি পঞ্চায়েতের প্রধান, সেক্রেটারি, নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, এগজিকিউটিভ অফিসারদের হাজির হওয়ার কথা। কিন্তু সরকারি আধিকারিকরা হাজির থাকলেও অনেক প্রধান ও সভাপতি আসেননি। এমনকী নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পরে তাঁদের অনুপস্থিতি দেখে মঞ্চ থেকে বিডিওদের ফোন করে খোঁজ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসনের কর্তারা।


    এদিন কাজের নিরিখে এগিয়ে থাকা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজের অভিজ্ঞতা শোনেন আধিকারিকরা। এছাড়া পিছিয়ে থাকা পঞ্চায়েতগুলির কাজের গতিপ্রকৃতি নিয়েও আলোচনা হয়। 


    আগামী দিনে কীভাবে কাজ করলে আরও দ্রুত সরকারি অর্থ খরচ করা যায়, তারজন্য পরামর্শও দেন তাঁরা। অথচ এই বৈঠকে বহু পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি হাজির না থাকায় ক্ষুব্ধ জেলা প্রশাসনের আধিকারিকরা। সুষ্ঠুভাবে কী করে উন্নয়নের কাজ হবে, তা নিয়েও এদিন আলোচনা হয়।


    মহকুমা শাসক বলেন, পঞ্চায়েত স্তরের বিভিন্ন উন্নয়নের কাজ নিয়ে এদিন বৈঠক ডাকা হয়েছে। সেখানে প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের অংশগ্রহণের কথা ছিল। পঞ্চদশ কমিশন ও অন্যান্য খাতে যে সমস্ত কাজ হচ্ছে, সেই সমস্ত কাজের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে। 


    মঞ্চ থেকেই জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, যদি কোনও প্রধান মনে করেন, নিজের মতো চালাবেন, সেটা হবে না। 


    একজন প্রধান ওই পঞ্চায়েত অফিসের সবকিছু এটা ভেবে বসবেন না। জেলার সর্বোচ্চ আধিকারিক মিটিং ডেকেছেন অথচ বৃষ্টি হচ্ছে বলে সেই বৈঠকে গরহাজির প্রধানরা।


    কারও ব্যক্তিগত কোনও সমস্যা থাকতেই পারে। তবে এভাবে এতজনের গরহাজিরা মেনে নেওয়া যায় না। উন্নয়নের বৈঠকটা কোনও অপশন নয়। এখানে প্রধানদের ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের আসতেই হবে।
  • Link to this news (বর্তমান)