• নদী-রেলপথে ঘেরা পোড়াঝার যেন বিচ্ছিন্ন দ্বীপ
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়ে পড়েন পোড়াঝারের বাঁধপাড়ের বাসিন্দারা। কারণ, বৃষ্টিতে রাস্তা ছোট ছোট ডোবার চেহারা নেয়। রাস্তার বিশাল অংশে দাঁড়িয়ে থাকে জল। মাটির রাস্তা দিয়ে জল কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। গ্রামে ঢোকার একমাত্র রাস্তাটি বেশ উঁচু হলেও পাথর বেরিয়ে আসায় তা আর যাতায়াতের উপযুক্ত নয়। এনিয়ে গ্রামবাসীর গলায় হতাশার সুর। বলছেন ১৫ বছর আগে শেষবার এই রাস্তায় পিচের প্রলেপ পড়েছে। তারপর থেকে আর সংস্কারের পথে হাঁটেনি প্রশাসন।


    তবে পোড়াঝারের বাসিন্দারা অন্য বিষয় নিয়েও চিন্তিত। শিলিগুড়ি শহর ঘেঁষা ফুলবাড়ি-১ পঞ্চায়েতের পোড়াঝারের কাছে রয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। কয়েক কিমি দূর দিয়ে গিয়েছে এশিয়ান হাইওয়ে। তবু পোড়াঝারের বাসিন্দারা নিজেদের দ্বীপবাসী বলে মনে করেন। এলাকাটি তিন দিক নদী ও একদিক রেলপথে ঘেরা। শিলিগুড়ি শহরে বা মেডিক্যালে যাতায়াত করতে হয় রেলগেট পেরিয়ে। এই রেলগেট নিয়ে বিস্তর অভিযোগ বাসিন্দাদের। এনজেপি স্টেশন কাছে হওয়ায় ঘনঘন রেলগেট বন্ধ থাকে। সেজন্য গ্রামবাসীর চরম ভোগান্তি হয়। অনেকের কাছে এই রেলগেট যেন অভিশাপ। 


    টোটো চালক লিটন দাস বলেন, রেলগেটের সমস্যা তো আছেই। বৃষ্টি হলে আরও বেশি সমস্যা হয়। বর্ষায় অনেকগুলি রাস্তায় জল দাঁড়িয়ে থাকে। বাকি রাস্তাগুলি ভাঙাচোরা। পথবাতিও নেই। অন্ধকারে ডুবে থাকা রাস্তায় রয়েছে সাপের ভয়। অসিত সাহা, দীপালি দাস, নাড়ু ঘোষের মতো স্থানীয়দের কথায়, প্রতিটি ভোটের সময় সব দলের নেতারা এসে প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট মিটলে আর কারও দেখা মেলে না। তাই এখন আর কিছু আশা করি না। এটাই মেনে নিয়েছি। অথচ পোড়াঝারের রেললাইনের এশিয়ান হাইওয়ের দিকের অংশে পিচঢালা রাস্তা, নিকাশি ব্যবস্থা, পথবাতি সবই হয়েছে। তবে অন্য এলাকা বঞ্চিত। গত পঞ্চায়েত নির্বাচনে পোড়াঝারকে দু’টি অংশে ভেঙে একটি আসন বাড়ানো হয়। ১৯/১০২ নম্বর পঞ্চায়েত আসনটি উন্নয়নে বঞ্চিত বলে অভিযোগ। এই অংশের নতুন পঞ্চায়েত সদস্য হয়েছেন তৃণমূলের রাজু মণ্ডল। তিনিও দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করতে পারেননি।


    যদিও বাসিন্দাদের তিনি আশ্বাস দিয়েছেন, বর্ষার পর রাস্তা ও নিকাশি নালার কাজ হবে। কিন্তু ফুলবাড়ি-১ পঞ্চায়েতের প্রধান সুনীতা রায় সরকার পোড়াঝারের একটি অংশের বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থার কথা জানেন না। তাঁর মন্তব্য, পোড়াঝারে এরকম সমস্যা রয়েছে বলে আমার জানা নেই। এলাকার পঞ্চায়েত সদস্য আমাকে বা পঞ্চায়েত সমিতির বৈঠকেও কিছু জানাননি। পরিদর্শন করে বিষয়টি দেখব।  জলমগ্ন পোড়াঝারের রাস্তা। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)