খুঁড়ে রাখা হয়েছে অনেক ওয়ার্ডের রাস্তা বর্ষায় বেহাল, জমছে ক্ষোভ
বর্তমান | ১২ জুলাই ২০২৪
সংবাদদাতা, জলপাইগুড়ি: ভরা বর্ষায় ভাঙা রাস্তা নিয়ে ব্যাপক দুর্ভোগে জলপাইগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, আম্রুত প্রকল্পে মাটি খুঁড়ে জলের পাইপ লাইন বসানোর পর রাস্তা সংস্কার করা হয়নি। যেকারণে পরিস্থিতি আরও খরাপ হয়েছে। অন্তত চলাচলের জন্য দ্রুত বেড মেটেরিয়াল না ফেলা হলে ১, ২, ৩, ২২, ২১, ১২, ১৫, ১৬ নম্বর ওয়ার্ডের কয়েকটি রাস্তায় আর ক’দিন পর চলাই যাবে না। এমনিতেই ওসব রাস্তায় এখন টোটো চলছে না।
গত দুই-তিন বছর ধরে জলপাইগুড়ি শহরে আম্রুত প্রকল্পে পানীয় জলের কাজ চলছে। বিভিন্ন রাস্তা খুঁড়ে জলের পাইপ বসানো হয়েছে। এবছর থেকে সংশ্লিষ্ট প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু, খোঁড়া রাস্তা প্রতিপদে বিপদ বাড়াচ্ছে বাসিন্দাদের। শহরের অববিন্দনগরের বাসিন্দা সঞ্জীব সরকার বলেন, বাড়ির সামনের রাস্তা খুঁড়ে পাইপ বসানো হয়েছে। সংস্কার না হওয়ায় চলাচল করা যাচ্ছে না। বেড মেটেরিয়াল ফেলা হলে হয়তো কিছু উপকার হবে আমাদের। ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্চিতা রায় জানান, ওয়াকারগঞ্জ থেকে শুরু করে রায়কতপাড়ার একাধিক রাস্তার অবস্থা সঙিন। মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। টোটো আসতে চায় না। একাধিকবার স্থানীয় কাউন্সিলারকে বলার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এই বিষয়ে পুরসভার বিরোধী দলের কাউন্সিলার কংগ্রেসের অম্লান মুন্সি বলেন, বর্ষায় রাস্তার কাজ করা যায় না। তাই বেহাল রাস্তাগুলিকে চলাচলের কিছুটা উপযোগী করে তুলতে বেড মেটেরিয়াল ফেলা দরকার। গত বছরেও একাধিক রাস্তায় ওসব ফেলা হয়েছিল। কিন্তু, এবছর ওয়ার্ডের একাধিক রাস্তার জন্য ছয় গাড়ি বেড মেটেরিয়াল চেয়ে পুরসভায় চিঠি দেওয়া হয়েছিল। কোথাও কাজ হয়েছে বলে চোখে পড়ছে না।
জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল জানান, কোন কোন রাস্তায় বেড মেটেরিয়াল ফেলতে হবে সেটা দেখে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।