চোপড়ায় জাতীয় সড়ক খানাখন্দে ভরা, মেরামতির দাবি স্থানীয়দের
বর্তমান | ১২ জুলাই ২০২৪
সংবাদদাতা, চোপড়া: চোপড়ায় বেহাল ৩১ নম্বর জাতীয় সড়ক। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। জল জমে পরিস্থিতি আরও ঘোরাল হয়েছে। কয়েকবার প্রশাসনকে জানালেও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দাদের।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রোজেক্ট ডিরেক্টর সঞ্জীব শর্মা জানিয়েছেন, বর্ষায় বড় আকারে কাজ করা সম্ভব হবে না। আপাতত চলাচলের সুবিধার জন্য মেরামত করে দেওয়া হবে। বৃষ্টি বন্ধ হলে তখন পুরোদমে কাজ করা হবে।
বুধবার ভোরে চোপড়ার ডগব্রিজ সংলগ্ন রাঙাগছ এলাকায় বেহাল সড়কে একটি পণ্য বোঝাই লরি উল্টে যায়। ক্ষতিগ্রস্ত হয় জাতীয় সড়কের পাশে থাকা একটি দোকান ঘর। এছাড়াও অল্পের জন্য রক্ষা পেয়েছেন পথচলতি সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, জাতীয় সড়কের এমন দশা হওয়ায় বারবার দুর্ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ মেরামতির উদ্যোগ নিচ্ছে না। স্থানীয় বাসিন্দা লিটন দাস বলেন, কিছুদিন আগে গর্তে মাটি ভরাট করা হলেও টানা বৃষ্টিতে ফের রাস্তা বেহাল হয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ী সুধীর অধিকারীর কথায়, রাস্তা খারাপের জেরে ব্যবসা ঠিকমতো চলছে না। দোকানের বারান্দা দিয়ে মানুষজন হাঁটাচলা করছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ টোলট্যাক্স নিলেও রাস্তা মেরামত করতে উদ্যোগ নিচ্ছে না। প্রত্যেক বর্ষায় আমাদের ভোগান্তির শেষ থাকে না।
চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক বলেন, বিডিওর মাধ্যমে বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তারা শীঘ্রই ব্যবস্থা নেবে। চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা। - নিজস্ব চিত্র।