মেডিক্যালে ডাক্তারদের উপস্থিতি, জরুরি বিভাগে চিকিৎসায় জোর
বর্তমান | ১২ জুলাই ২০২৪
সংবাদদাতা, মালদহ: চিকিৎসকদের উপস্থিতির উপরে জোর দিতে মালদহ মেডিক্যাল কর্তৃপক্ষকে সুপারিশ করলেন স্বাস্থ্যদপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) ডাঃ গোপালকৃষ্ণ ঢালি। বৃহস্পতিবার মালদহ মেডিক্যালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি। কথা বলেন মেডিক্যাল কর্তৃপক্ষ ও পড়ুয়াদের সঙ্গেও। বেশকিছু বিষয়ে তিনি মেডিক্যাল কর্তৃপক্ষকে পরামর্শ দিয়ে গিয়েছেন। মেডিক্যালের অপারেশন থিয়েটারের (ওটি) পরিকাঠামো যথাযথ হলেও অর্থোপেডিক সার্জারি, প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারির সংখ্যা আরও বাড়ানোর দিকে জোর দেন তিনি। একই সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করা প্রয়োজন বলেও মেডিক্যাল কর্তৃপক্ষকে জানান ওএসডি।
হৃদরোগে আক্রান্ত রোগীদের টপট্রি পরীক্ষা, কিছু ক্ষেত্রে জরুরি বিভাগেই এক্স-রে করে ফেলা উচিৎ বলেও এদিন অভিমত প্রকাশ করেছেন তিনি। বর্তমানে মেডিক্যালের এমারজেন্সি বা জরুরি বিভাগে ন্যূনতম পরিষেবা দিয়েই রোগীকে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু জরুরি বিভাগেই প্রাথমিক পরিষেবা প্রদান করা গেলে সুস্থতার হার আশানুরূপ হবে বলেও তাঁর পর্যবেক্ষণ। এদিন পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে ছাত্রাবাসের পরিকাঠামো নিয়েও কথা বলেন ওএসডি। ছাত্রাবাসগুলিতে পানীয় জলের সুবন্দোবস্ত করার নির্দেশও তিনি দিয়ে গিয়েছেন। পাশাপাশি হাসপাতালের যে মাঠটি রয়েছে তার দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন ওই স্বাস্থ্য প্রশাসক।
মালদহ মেডিক্যালের উপাধ্যক্ষ তথা মেডিক্যাল সুপার ডা: প্রসেনজিৎ বর বলেন, স্বাস্থ্য ভবনের ওএসডি এদিন বেশ কিছু বিষয়ে তাঁর নির্দেশ ও পরামর্শ দিয়ে গিয়েছেন। তা মেনেই আমরা পদক্ষেপ করার উদ্যোগ নিচ্ছি। নিজস্ব চিত্র।