• রাজবাড়ির সামনে জল, হেরিটেজ উদ্যোগে ধাক্কা
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসাবে গড়ে তোলার উদ্যোগ চলছে। কিন্তু কোচবিহারের পর্যটন মানচিত্রের প্রধান আকর্ষণ রাজবাড়ির সামনের রাস্তাতেই প্রতিদিন জল জমছে। সামান্য বৃষ্টি হলেই রাজবাড়ির সামনের কেশব রোডে জল দাঁড়িয়ে যায়। শুধু জল জমাই নয়, সেই জল বেশ কয়েক দিন ধরে আটকে থাকছে। খুব ধীরে ধীরে রাজবাড়ির সামনে থেকে জল সরে মিনি বাসস্ট্যান্ডের সামনে তা বেশ কয়েক দিন ধরে জমে থাকছে। সেই জল পেরিয়েই সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে। প্রতিদিন কোচবিহার সহ আশপাশের বহু জেলা থেকে প্রচুর মানুষ রাজবাড়িতে আসেন। তাঁরা শহরের রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসস্ট্যান্ড বা পাশেই থাকা মিনি বাসস্ট্যান্ডে নামেন। সেখানে নেমে রাজবাড়ির দিকে রওনা হতেই থমকে যেতে হয় তাঁদের। রাস্তায় এক হাঁটু জল জমে থাকছে। সেই জল পেরিয়েই তাঁদের শহরে ঢুকতে হয়। শহরের বাসিন্দাদের ভোগান্তি তো নিত্য দিনের! পুরসভা শহরের নিকাশি নালা পরিষ্কারের কাজ করলেও কেন এই রাস্তার জল জমা আটকানো যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে।


    বৃহস্পতিবার ধূপগুড়ি থেকে কোচবিহার রাজবাড়িতে বেড়াতে এসেছিলেন রায়ন সাহা। তিনি বলেন, বাসস্ট্যান্ডে নেমে রাজবাড়িতে এক হাঁটু জল পেরিয়ে আসতে হল। রঞ্জিত দে নামে এক ব্যবসায়ী বলেন, এই জায়গায় বৃষ্টি হলেই প্রচুর পরিমাণ জল জমে। সাইকেলে করে জল পেরিয়ে আসতে খুবই সমস্যা হয়। কোচবিহারের বিশিষ্ট শিল্পী শ্রীহরি দত্ত বলেন, রাজবাড়ির সামনে দীর্ঘদিন ধরেই জল জমে থাকে। রাজ আমলের পর রাজবাড়ির ওই এলাকাটির সঠিক রক্ষণাবেক্ষণ হয়নি। এটা দুঃখজনক।


    বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, রাজবাড়ি ও মিনি বাসস্ট্যান্ডের সামনে জল জমার বিষয়টি পুরসভার দেখা উচিত ছিল। পুরসভার উদাসীনতার কারণেই সমস্যা আজও মেটেনি। পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মিনি বাসস্ট্যান্ডের সামনের নিকাশি নালার উপরে থাকা স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। উল্টো দিক থেকে বাদুড়বাগান পর্যন্ত নিকাশি নালার স্ল্যাবও তুলতে হবে। নিকাশি নালায় প্লাস্টিক জমে থাকায় উপর থেকে তা বোঝা যায় না। অনেক জায়গায় স্ল্যাব ঢালাই করে সিল করে দেওয়া হয়েছে। রাজবাড়ি, পলিটেকনিকের জল কোন দিক দিয়ে বের হবে? রাস্তা উঁচু করলে রাজবাড়িতে জল দাঁড়িয়ে যাবে। মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট নতুন পরিকল্পনা করছে।  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)