• অভিযানের পরও ফের ফুটপাত দখল
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, ইসলামপুর: দু’সপ্তাহ আগেই অভিযান চালিয়েছিল প্রশাসন। পাঞ্জিপাড়ায় ৩১ নং জাতীয় সড়কের সার্ভিস রোড দখল করে থাকা দোকানপাট সরিয়ে দখলমুক্ত করা হয়েছিল এলাকা। ফের সেখানে গজিয়ে উঠছে একাধিক দোকান। জাতীয় সড়কের উপরে অবাধে শুরু হয়েছে ছোট গাড়ি, টোটো পার্কিং। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নিয়মিত নজরদারির অভাবে ফের দখল হতে শুরু করেছে ফুটপাত। 


    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর গত ২৬ জুন ব্লক ও পঞ্চায়েত প্রশাসন অভিযানে নামে। সার্ভিস রোড দখলমুক্ত করার পর বলা হয়েছিল জাতীয় সড়কের জায়গা দখল করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই হুঁশিয়ারি উড়িয়ে দু’সপ্তাহের মধ্যেই একের পর এক দোকান বসানো শুরু হয়েছে ওই এলাকায়। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের পাঞ্জিপাড়ায় ৩১ নং জাতীয় সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে জেলার প্রসিদ্ধ হাট। পাঞ্জিপাড়ায় কেনাবেচা করতে আসেন পড়শি রাজ্য বিহারের বহু মানুষ। সেখানে ফুটপাত দখল হওয়ায় যাতায়াতের সমস্যার পাশাপাশি যানজটও বাড়ছিল।


    গোয়ালপোখরের বিডিও কৌশিক মল্লিক বলেন, ফের জায়গা দখল হওয়া প্রসঙ্গে পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। সার্ভিস রোড যাতে দখলমুক্ত থাকে, সে বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সড়কে পার্কিংয়ের বিষয়টি ট্রাফিক পুলিস দেখছে। স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান রাজা সিংয়ের দাবি, দু’এক জন ঠেলা নিয়ে বসতে শুরু করেছে সার্ভিস রোডে। এই বিষয়ে আমরা ফের পদক্ষেপ নেব।


    এলাকা দখলমুক্ত হওয়ার পর অনেকে ভেবেছিলেন এবার নিশ্চিন্তে ওই পথে যাতায়াত করতে পারবেন। দখলদারদের দাপটে এখন তাঁদের ভুল ভাঙছে। স্থানীয় বাসিন্দা নাসিম আখতারের কথায়, ফোর লেনের জাতীয় সড়ক তৈরির পর থেকেই সার্ভিস রোড দখল করে বহু দোকানপাট বসেছে। প্রশাসন কয়েকবার দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে। কিন্তু কয়েকদিন পরই ফের দোকানপাট বসে যায়। এবার মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর অভিযান হলেও পরিস্থিতি কিছুই বদলায়নি।


    অন্যদিকে, জাতীয় সড়কের একাংশ দখল করে ছোট গাড়ি, টোটো দাঁড়িয়ে থাকে। সরকারি এবং বেসরকারি বাস সড়কের উপর দাঁড়িয়েই যাত্রী তোলে এবং নামায়। এতে ওভারটেক করার পর্যাপ্ত জায়গা থাকে না। তাই বাসিন্দাদের দাবি, প্রশাসন দ্রুত ফের পদক্ষেপ করুক।পাঞ্জিপাড়া ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য অনুপ চৌধুরী বলেন, ফের দখল হওয়ার বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছি। ব্লক কিংবা পঞ্চায়েত নয়, পুলিসকে নজরদারির দায়িত্ব দেওয়া হলে কাজ হতে পারে। প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে ফের দখল হয়ে যাবে। অবৈধ পার্কিং প্রসঙ্গে ইসলামপুর পুলিস জেলার এসপি জবি থমাস বলেন, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)