• জাতীয় সড়কে টোটো রুখতে অভিযান, যাত্রীদের অন্য গাড়িতে পাঠাল পুলিস  
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: টোটো থেকে যাত্রীদের নামিয়ে অন্য গাড়িতে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করল ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক পুলিস। জাতীয় সড়কে টোটো চলাচল করতে পারবে না, এমনই নির্দেশ রয়েছে। সেই মোতাবেক বৃহস্পতিবার ময়নাগুড়ি রোড এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে হাইওয়ে ট্রাফিক পুলিসের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকে নজরদারি শুরু হয়েছে। এদিন সকালে দেখা যায়, শুধু যাত্রী নয়, বিভিন্ন সামগ্রী নিয়ে জাতীয় সড়ক দিয়ে দেদার ছুটছে টোটো। হাইওয়ে ট্রাফিক ওসি হোমেশ্বর পাল নিজে এদিন অভিযানে নেতৃত্ব দেন। প্রচুর টোটো আটক করা হয়। জাতীয় সড়ক দিয়ে টোটো চালানো যাবে না বলে চালকদের জানিয়ে দেওয়া হয়। পুলিসের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন টোটোচালকরা। তাঁরা বিকল্প রাস্তার দাবি তুলেছেন। দেখা যায়, টোটোচালকরা শুধু যাত্রী নয়, বিভিন্ন সামগ্রী অতিরিক্ত পরিমাণে টোটোতে বহন করে গন্তব্যের দিকে নিয়ে যান। সেসময় বিপদের আশঙ্কা বেশি থাকে। এদিন জাতীয় সড়কে চলাচল করা টোটো আটকে ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রীদের নামিয়ে যাত্রীবাহী গাড়িতে তুলে দেওয়া হয়।


    রিঙ্কি রায় নামে এক যাত্রী বলেন, আমি ময়নাগুড়ি রোড এলাকা থেকে টোটোতে করে এলাম। ময়নাগুড়ি বাজার থেকে গাড়ি করে মালবাজার যাব। কিন্তু কিছুদূর আসার পর পুলিসের পক্ষ থেকে টোটো আটকে দেওয়া হয়। তারাই গাড়িতে উঠিয়ে দিয়েছে। টোটোচালক কৃষ্ণ রায় বলেন, আমি রোড এলাকা থেকে সামগ্রী নিয়ে ময়নাগুড়ি শহরের দিকে যাব। কিন্তু পুলিসের পক্ষ থেকে টোটো আটকে দেওয়া হল। হাইওয়ে ট্রাফিক ওসি হোমেশ্বর পাল বলেন, জাতীয় সড়ক দিয়ে টোটো চলাচল করবে না এমন নির্দেশ রয়েছে। সেই মোতাবেক আমরা টোটো চালকদের জানিয়ে দিচ্ছি। এরপর আইন না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টোটোর কোনও বিমা হয় না। সেক্ষেত্রে টোটোতে করে জাতীয় সড়কে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 
  • Link to this news (বর্তমান)