• সানিয়াজান নদীর ভাঙনে আতঙ্কিত বাসিন্দারা
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: সানিয়াজান নদীর ভাঙনে রাতের ঘুম উড়ে গিয়েছে মেখলিগঞ্জের কুচলিবাড়ির বাসিন্দাদের। লাগাতার বৃষ্টির জেরে নদীর জল বেড়ে ভাঙন এগিয়ে এসেছে বসতির দিকে। ফলে আতঙ্কে ভুগছেন ১০৯ ব্রহ্মত্তর কুচলিবাড়ির বাসিন্দারা। স্থানীয়রা জানিয়েছেন, একটানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে জনজীবন। সানিয়াজান নদীর জল বেড়ে ভাঙন দেখা দিয়েছে।


    কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি পঞ্চায়েতের ১০৯ নম্বর ব্রহ্মতর কুচলিবাড়ি এলাকার বাসিন্দারা নদী ভাঙনের জেরে কার্যত দিশেহারা। স্থানীয় বাসিন্দা মকছেদুল হক, সুনীল রায় বলেন, সানিয়াজান নদী ভাঙনে তলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে আবাদি জমি। চা বাগান থেকে বাঁশবাগান সবই বিপন্ন। ভাঙনের জেরে জল ঢুকেছে জনবসতিতে। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। তাঁদের অভিযোগ, নদীর ভাঙন প্রতিরোধের জন্য স্থানীয় পঞ্চায়েত, প্রশাসন থেকে শুরু করে সেচদপ্তরের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 


    এদিকে, জলমগ্ন এলাকাগুলি থেকে গ্রামবাসীকে সরানোর ব্যবস্থা করছে প্রশাসন। ভাঙন এলাকা পরিদর্শন করেছেন কোচবিহার জেলা পরিষদের সদস্য প্রভাবতী রায়। তিনি জানিয়েছেন, ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকের আবাদি জমি, চা বাগান নদীগর্ভে তলিয়ে গিয়েছে। ভাঙন ক্রমশ জনবসতির দিকে এগিয়ে আসছে। সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাজে আর্জি জানানো হয়েছে। ভাঙন রোধ করার জন্য নদীর পাড়ের কিছু অংশে কয়েক বছর আগে পাথর পিচিং করা হয়। কিন্তু টানা বৃষ্টিতে জল বাড়তেই বেহাল অবস্থা হয়েছে নদী সংলগ্ন এলাকার। ভাঙন রোধে দ্রুত বাকি অংশেও বোল্ডার পিচিংয়ের দাবি তুলেছেন স্থানীয়রা।
  • Link to this news (বর্তমান)