• নদীর চরে কংক্রিটের নির্মাণ, নোটিস ভূমিদপ্তরের
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির হাতিঘিষার গাজিরাম মৌজার বীরসিংজোতের বামনঝোরা নদীর চর দখল করে কংক্রিটের নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট বাড়ির মালিককে অবৈধ অংশ ভাঙার নোটিস পাঠাল ভূমিদপ্তর। বৃহস্পতিবার নকশালবাড়ি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এনিয়ে নোটিস জারি করে। তাতে উল্লেখ করা হয়েছে, সাতদিনের মধ্যে ১০ ফুট কংক্রিটের অবৈধ নির্মাণ জমির মালিককে ভাঙতে হবে। তা নাহলে ভূমিদপ্তর ভেঙে দেবে। আর এই ভাঙার জন্য বাড়ির মালিকের কাছ থেকে জরিমানা নেবে দপ্তর। 


    ২ জুলাই স্থানীয় মারফত অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শন করে ভূমিদপ্তরের কাছে লিখিত অভিযোগ জমা দেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসরাফ আনসারি। পরে ভূমিদপ্তর বিতর্কিত এলাকাটি পরিদর্শন করে। জমির মালিক ধীরাজ প্রধানকেও তলব করে। ভূমিদপ্তরের সমীক্ষায় নদী দখলের বিষয়টি উঠে আসে। নকশালবাড়ির বিএলআরও বিপ্লব হালদার বলেন, সাতদিনের মধ্যে ওই অবৈধ নির্মাণ ভাঙতে বলা হয়েছে। তা নাহলে ভূমিদপ্তর অভিযান চালাবে। তাতে জরিমানা করা হবে। ধীরাজ প্রধান জানান, ভূমিদপ্তর অবৈধ অংশ চিহ্নিত করেছে। ওই অংশ ভেঙে ফেলা হবে।  
  • Link to this news (বর্তমান)