গোসাপ হাতে মহিলার ভিডিও ভাইরাল, নোটিস দিল বনদপ্তর
বর্তমান | ১২ জুলাই ২০২৪
সংবাদদাতা, নকশালবাড়ি: মৃত গোসাপ হাতে নিয়ে এক মহিলার ভিডিও ভাইরাল হওয়ায় বনদপ্তর নড়েচড়ে বসল। ওই ভাইরাল ভিডিওতে মহিলাকে ২ ফুট আকারের একটি মৃত গোসাপ হাতে নিয়ে দোলাচ্ছেন। যদিও ‘বর্তমান’ ওই ভাইরাল ভিডিও’র সত্যতা যাচাই করেনি। এনিয়ে বনদপ্তর ওই মহিলাকে নোটিস দিয়েছে। খড়িবাড়ির বাতাসির দুর্গামন্দিরে ওই মহিলার বাড়িতেও এদিন যান টুকরিয়াঝার রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা। বিষয়টি নিয়ে মহিলাকে বয়ান দিতে নোটিস ধরানো হয়েছে বলে জানান টুকরিয়াঝার রেঞ্জার সুরজ মুখিয়া। এদিন তিনি মহিলার বাড়িতে যান। ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিস ও স্থানীয় জনপ্রতিনিধিকেও ডেকে নেন। এনিয়ে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানিয়েছেন, মাস দেড়েক আগে খড়িবাড়ির কিলাঘাটায় বাপেরবাড়িতে যাওয়ার পথে মৃত গোসাপ ধরে রিল ভিডিও তৈরি করেন। তবে গোসাপ সিডিউল-১ এর প্রজাতি, যা মারা যে অপরাধ তাঁর তা জানা ছিল না। যদিও মহিলার স্বামী তা জানার পর মহিলাকে সেটি ডিলিট করতে বলেন। তবে সেটি চেন শেয়ারিংয়ের জেরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পাণ্ডে বলেন, ওই মহিলার বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে। তাকে বনদপ্তরে এসে বিষয়টি জানাতে বলা হয়েছে। এরপর পদক্ষেপ নেব। যিনি ভিডিও ভাইরাল করেছেন, তিনি মহিলা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ভাইরাল ভিডিও নিয়ে পশুপ্রেমী সংগঠনের সদস্য অভিযান সাহা বলেন, সচেতনতার অভাবে এই ঘটনা ঘটিয়েছেন ওই মহিলা। পশুপাখি বা বন্যপ্রাণী নিয়ে রিল বানানো ঠিক নয়।