ফালাকাটায় দোলং ডাইভারশনের উপর দিয়ে বইছে জল, বন্ধ গাড়ি
বর্তমান | ১২ জুলাই ২০২৪
সংবাদদাতা, ফালাকাটা: বিক্ষিপ্ত বৃষ্টির জেরে ফালাকাটা কৃষক বাজারের পাশ দিয়ে বয়ে চলা দোলং নদীর জল মাঝেমধ্যে বেড়ে যাচ্ছে। ফলে দোলংয়ের জল ফালাকাটা-আলিপুরদুয়ার মহাসড়কের দোলং ডাইভারশনের উপর দিয়ে বয়ে চলছে। যার জেরে প্রায় ডাইভারশন দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। তখন বাধ্য হয়ে গাড়িগুলি পাশেই বেহাল কাঠের সেতু দিয়ে যাতায়ত করছে।
এদিকে, ফালাকাটা কৃষক বাজারের একাংশ ব্যবসায়ী মাছের থার্মোকলের কার্টন সহ বর্জ্য সরাসরি নদীতে ফেলছেন। এতে সেতুর পিলারের সামনে জমা হচ্ছে ওসব। কাঠের সেতুটিও যানবাহন চলাচলে দুর্বল হয়ে পড়ছে। যেকোনও সময়ে ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে প্রশাসনের পক্ষ থেকে সেতুর পিলারের কাছে জমে থাকা বর্জ্য দ্রুত সাফাইয়ের দাবি উঠেছে।
স্থানীয় বাসিন্দা নগেন বর্মন, স্বপন রায়, রিয়াত ওরাওঁ বলেন, ফালাকাটা-আলিপুরদুয়ার মহাসড়কের দোলং ডাইভারশনের উপর দিয়ে জল বইছে। ছোট গাড়িও মাঝেমধ্যে যেতে পারছে না। বাধ্য হয়ে গাড়িগুলি কাঠের সেতু ব্যবহার করছে। এতে সেতুটি দুর্বল হচ্ছে। সেতু ভেঙে গেল হেঁটেও পারাপার বন্ধ হয়ে যাবে। এবিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই অঞ্চলের প্রজেক্ট ডিরেক্টর সঞ্জীব শর্মা বলেন, রাস্তার কাজ চলছে। জলস্তর একটু কমলে আমরা কাঠের সেতুর কাছে যেসব আবর্জনা জমে আছে তা পরিষ্কার করে দেব। তাতে ডাইভারশন রক্ষা করা সম্ভব হবে।