• বিষপানে মৃত্যু বধূর, চাঞ্চল্য
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বালুরঘাট: কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের খাদিমপুরের পালপাড়া এলাকায়। মৃতার নাম আলপনা বিশ্বাস মণ্ডল (৩৭)।


    তাঁর স্বামী নারায়ণ মণ্ডলের দাবি, দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী মানসিক অবসাদে ভুগছিলেন। ভিনরাজ্যেও চিকিৎসার জন্য একাধিকবার নিয়ে যাওয়া হয়েছিল আলপনাকে। রবিবার সকালে আলপনা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার অনেকটা সুস্থও হয়ে ওঠেন আলপনা। চিকিৎসক ছুটি দেওয়ার পর তাঁকে বাড়িও নিয়ে আসা হয়। ফের বাড়িতে পেটব্যথা শুরু হয় আলপনার। বুধবার গভীর রাতে ফের হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বধূর। এদিন মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিস।
  • Link to this news (বর্তমান)