• পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার সকালে মালদহ থানার এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বিনয় মুর্মু (৩৮)। বাড়ি ভাবুকের কালিয়াটোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে তিনি কেরল থেকে বাড়ি ফিরেছেন। আসার পর থেকে অবসাদে ভুগছিলেন। এদিন একটি বাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মালদহ থানার এক আধিকারিক বলেন, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)