• পায়ুদ্বার থেকে জোড়া সোনার বিস্কুট উদ্ধার
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বালুরঘাট: হিলি সীমান্তে সোনার বিস্কুট সহ পাচারকারীকে আটক করল বিএসএফ। বুধবার সন্ধ্যায় হিলির হাড়িপুকুরে পায়ুপথে লুকিয়ে বাংলাদেশ থেকে ২৩৩ গ্রামের সোনার দু’টি বিস্কুট নিয়ে আসছিল আসিফ মণ্ডল (২২)। যার বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। সোনা সহ আটক যুবককে বিএসএফের ৬১ ব্যাটালিয়ন বৃহস্পতিবার হিলি শুল্ক দপ্তরের হাতে তুলে দেয়। জিজ্ঞাসাবাদ করে যুবককে ছেড়ে দেয় শুল্ক বিভাগ।


    গত কয়েক মাস হিলির হাড়িপুকুর সীমান্ত দিয়ে প্রায় চোর কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে। কয়েকজন পাচারকারীর কাছে কোটি টাকার সোনা পাওয়া গিয়েছিল। তারা এখন জেল হেফাজতে রয়েছে। নিয়মের ফাঁক গলে বেরোতে ৫০ লক্ষ টাকার কম দামের সোনা পাচার করার কৌশল নিয়েছে পাচারকারীরা। 


    হিলি শুল্ক দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট রঞ্জিত বিশ্বাস বলেন, বিএসএফ সোনা সমেত এক যুবককে আমাদের হাতে তুলে দিয়েছিল। যুবকের কাছে ১৭ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে।
  • Link to this news (বর্তমান)