• স্কুলে যাওয়ার পথে পঞ্চমের পড়ুয়াকে অপহরণের চেষ্টা
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: স্কুল যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক পড়ুয়াকে অপহরণের চেষ্টা। খবর পেয়ে ফিল্মি কায়দায় রুখে দিলেন এক টোটোচালক। এ ঘটনায় পুলিস পাকড়াও করেছে এক দুষ্কৃতীকে। ধৃতের নাম বাবলু জয়সওয়াল। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দু’জনকে। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাসিমারায়। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এলাকার অভিভাবকদের মধ্যে। 


    পঞ্চম শ্রেণির ওই পড়ুয়াটির বাড়ি নিউ হাসিমারায়। বাবা আশিস আগরওয়াল এলাকার প্রসিদ্ধ চাল ব্যবসায়ী। ওল্ড হাসিমারায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ওই পড়ুয়া। অন্যদিনের মতো এদিন সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে টোটোতে তিন সহপাঠীর সঙ্গে ওল্ড হাসিমারায় স্কুলে যাচ্ছিল সে। নিউ হাসিমারা ও ওল্ড হাসিমারার মাঝে রাস্তার পাশে সাঁতালি চা বাগান। জায়গাটি ফাঁকা। সেই জায়গায় পৌঁছতেই মোটর বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে আচমকা টোটোর পথ আটকায়। দুষ্কৃতীরা প্রথমেই টোটোচালক ও পড়ুয়াদের চোখে পাউডার জাতীয় কিছু ছিটিয়ে দেয়। এতে তাদের চোখ ঝাপসা হয়ে যায়। 


    এরপর টোটোচালকের কপালে রিভলভার ঠেকিয়ে পঞ্চম শ্রেণির ওই পড়ুয়াকে বাইকে তুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিন্তু, শেষরক্ষা হয়নি। টোটোচালক সঙ্গে সঙ্গে নিজের মোবাইল ফোন থেকে হাসিমারা ফাঁড়ির ওসি বিশ্বজিৎ দে’কে ফোন করেন। ওসি এতটুকু দেরি না করে সঙ্গে সঙ্গে দু’জন কনস্টেবলকে নিয়ে দুষ্কৃতীদের খোঁজে নামেন। দুষ্কৃতীরা হাসিমারা থেকে রাজ্য সড়ক ধরে কালিচিনির দিকে যাচ্ছিল। এদিকে, খবর পেয়ে উল্টো দিক থেকে কালচিনি থানারও পুলিস ওই রাজ্য সড়ক ধরে এগিয়ে আসে। শেষ পর্যন্ত মধু চা বাগানের কাছে পুলিস দুষ্কৃতীদের পাকড়াও করে। ওসি বিশ্বজিৎবাবু পুলিস ভ্যান থেকে নেমেই প্রথমে বাইকের মাঝে থাকা পড়ুয়াকে উদ্ধার করেন। বাইকের চালক বাবলু জয়সওয়ালকে গ্রেপ্তার করে। আর বাইকের পিছনে থাকা হেলমেট পরা অন্য এক দুষ্কৃতী সেই সুযোগে পালিয়ে যায়। 


    বাবলুকে গ্রেপ্তারের পর পুলিস জিজ্ঞাসাবাদের জন্য আরও দু’জনকে আটক করে। ধৃত বাবলু জয়সওয়াল পড়ুয়াটির প্রতিবেশী। একবছর আগে স্ত্রীকে খুন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও চলছে। এদিনই পুলিস ধৃতকে আলিপুরদুয়ার আদালতে তুলে তিন দিনের হেফাজতে নেয়। 


    ছেলে উদ্ধারের পড়েই আশিসবাবু পুলিসের কাছে এনিয়ে অভিযোগ দায়ের করেন। তিনি পুলিস ও টোটোচালকের এই তৎপরতারও ভূয়সী প্রশংসা করেন। সুস্থ থাকলেও এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পড়ুয়াটি। 


    বিকেলে সাংবাদিক সম্মেলন করে আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, ছাত্রের ব্যবসায়ী বাবার কাছ থেকে মোটা টাকার মুক্তিপণের লোভেই দুষ্কৃতীরা হয়তো এই অপহরণের ছক কষে। ধৃতকে হেফাজতে পাওয়া গিয়েছে। আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি।
  • Link to this news (বর্তমান)