• বালুরঘাট জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি চলছেই
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: বৃহস্পতিবারও অব্যাহত রইল বালুরঘাট জেলা হাসপাতালে কর্মবিরতি। বালুরঘাট জেলা হাসপাতালের পুরাতন ভবনের মেডিসিন ওয়ার্ডের তিন দিন ধরে বেড পরিবর্তন হচ্ছে না। এছাড়াও সাফাই হচ্ছে না আবর্জনা। এনিয়ে ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিজনরা। তবে এই অচলাবস্থা কাটতে চলেছে বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, সংশোধিত অনেক বিলই  ছাড়তে শুরু করেছে ট্রেজারি অফিস। তাই এদিন সন্ধ্যায় বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ এজেন্সির কর্মীদের সঙ্গে কথা বলে। সুপার নিজে সাফাই কর্মীদের আশ্বাস দিয়েছেন। ফলে আজ, শুক্রবার থেকে কাজ করতে পারেন কর্মীরা। এবিষয়ে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, অনেক বিল ছাড়তে শুরু করেছে ট্রেজারি অফিস। তাই কিছুটা সমস্যা মিটছে। তাই বেতন আস্তে আস্তে  ঢুকে যাবে। আমি কর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছি। তাঁরাও কাজ করবেন বলে জানিয়েছেন। তাই শুক্রবার থেকে কর্মবিরতি উঠে যেতে পারে।
  • Link to this news (বর্তমান)