• নাগরাকাটায় শূকরের হামলায় জখম মহিলা
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার সকালে নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানে কাঁচা চা পাতা তুলতে গিয়ে বুনো শূকরের হামলায় জখম হলেন এক মহিলা শ্রমিক। চা বাগানের চার নং লাইনের বাসিন্দা সারিতা ওরাওঁ অন্য শ্রমিকদের সঙ্গে চা পাতা তোলার কাজ করছিলেন। সেই সময় হঠাৎ একটি শূকর তাঁর উপর হামলা চালায়। ঘটনায় জখম হন তিনি। অন্যান্য শ্রমিকদের চিৎকারে শূকরটি পালিয়ে যায়। পরে জখম মহিলাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। খুনিয়ার রেঞ্জার স্বজলকুমার দে বলেন, ওই মহিলা শ্রমিকের চিকিৎসার ব্যয়ভার বহন করছে বনদপ্তর। 
  • Link to this news (বর্তমান)