• ভারী বৃষ্টির আশা আপাতত নেই, ঘাটতি বেড়েই চলেছে দক্ষিণবঙ্গে
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিনের মধ্যে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানান, কিন্তু তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধির সম্ভাবনা কম। একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছে, বঙ্গোপসাগরে আগামী শনিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। রবি-সোমবার নাগাদ শক্তি বাড়িয়ে সেটির নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি দক্ষিণবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসা সম্ভাবনা কম। এটি ওড়িশা উপকূল পেরিয়ে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি।  নিম্নচাপটি থেকে ওড়িশা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বৃষ্টির মাত্রা বাড়বে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অবশ্য বৃহস্পতিবার পর্যন্ত এরকম কোনও নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দেয়নি। 


    বর্ষার মরশুমে পূর্ব, মধ্য এমনকী উত্তর ভারতের একাংশে বৃষ্টির মাত্রা বৃদ্ধি অনেকটাই নির্ভর করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের উপর। জুন মাসে বর্ষা শুরুর পর থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে থাকে। চলতি মরশুমে এখনও পর্যন্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মাত্র একটি  নিম্নচাপ সৃষ্টি হয়েছে। জুনের শেষলগ্নে যে নিম্নচাপটি সৃষ্টি হয় সেটি উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উপর আসে। তার প্রভাবে ওইসময়ে কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা অনেকটা বেড়ে যায়। তারপর থেকে ১০ দিনের বেশি কেটে গেলেও এখনও একটিও নিম্নচাপ তৈরি হয়নি। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছে। আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত। এখন মূলত হাল্কা বৃষ্টিই চলবে। আলিপুর আবহাওয়া অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, বর্ষার একটা বড় সময় জুড়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ কম সৃষ্টির আরো নজির আছে।
  • Link to this news (বর্তমান)