কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় রাঙাপানির স্টেশন মাস্টার সাসপেন্ড, ‘ডিউটি অফ’ করা হল আরও ৩ জনের
বর্তমান | ১২ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় সাসপেন্ড রাঙাপানির স্টেশন মাস্টার। বৃহস্পতিবার একথা জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। অন্যদিকে, ওই ট্রেন দুর্ঘটনা নিয়ে মালিগাঁওতে চলা দু’দিনের তদন্ত শেষ করলেন চিফ কমিশনার অব রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। তিনি দু’দিনে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দুর্ঘটার কবলে পড়া মালগাড়ির আহত সহ চালক মনু কুমারের বয়ানও নেওয়া হয়েছে বলে খবর।
সপ্তাহ তিনেক আগে রাঙাপানি ও চটহাট স্টেশনের মাঝে নির্মলজোতে ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। অবশেষে ওই ঘটনায় রাঙাপানির স্টেশন মাস্টারকে সাসপেন্ড করা হয়েছে। রেল সূত্রের খবর, ওই দুর্ঘটনার দিন ভোরে বৈদ্যুতিন সিগন্যাল বিভ্রাট হওয়ার পর রাঙাপানি স্টেশন থেকে পেপার সিগন্যাল চালু করা হয়। তা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেই সংশ্লিষ্ট স্টেশন মাস্টার গাফিলতি করেন বলে অভিযোগ। এজন্যই তাঁকে সাসপেন্ড করা হল। তাঁর নাম অংশুমান অম্রেশ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিআরএম বলেন, ওই স্টেশন মাস্টারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, ট্র্যাক টেকনিশিয়ান, সিগন্যাল টেকনিশিয়ান ও মালগাড়ির গার্ডকে ‘অফ ডিউটি’ বা কর্মস্থল থেকে বসিয়ে রাখা হয়েছে। প্রসঙ্গত, গত ১৭ জুন রাঙাপানি ও চটহাট স্টেশনের মাঝে নির্মলজোতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পেছনে ধাক্কা মারে মালগাড়ি। ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। আহত হন ৪০ জনের উপরে। ওই ঘটনা নিয়ে তদন্তের জন্য অসমের মালিগাঁওতে ১২ জন অফিসারকে তলব করেন চিফ কমিশনার অব রেলওয়ে সেফটি।