• সুবোধ সিংয়ের টাকা খাটছে মদের ব্যবসা, সুদ ও প্রোমোটারিতে
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গ্যাংস্টার সুবোধ সিংয়ের টাকা খাটছে বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন ব্যবসায়। মূলত তোলাবাজির টাকায় প্রোমোটারি, মদের ব্যবসা, সুদের কারবারিতে ওই টাকা খাটছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সুবোধ বাহিনীর সদস্যদের জেরা করে এই তথ্য জানতে পেরেছেন বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দারা। সেই সঙ্গে জানা গিয়েছে, টাকা খাটানোর পিছনে রয়েছেন এক আইনজীবী। তাঁর সঙ্গে সুবোধ সিংয়ের দীর্ঘদিনের যোগাযোগ। বারাকপুর এলাকা থেকে তোলাবাজির যে টাকা সুবোধ সিং তোলে, তার একটি বড় অংশ ওই সব কারবারে লাগানো হচ্ছে। ব্যবসার মুনাফার টাকা চলে যায় বিহারের নালন্দায়। এদিকে ব্যবসায়ী তাপস ভগৎকে ডেকে পাঠান সিআইডি’র কর্তারা। বৃহস্পতিবার তিনি ভবানীভবনে গিয়ে সিআইডির অফিসারদের সঙ্গে কথা বলেন। তাঁর কাছে বিস্তারিত তথ্য জানতে চান অফিসাররা। আগামী কাল শনিবার তাঁকে সমস্ত তথ্য নিয়ে ফের যেতে বলা হয়েছে। তিনি বলেন, আমাকে টেলিফোনে যা বলা হয়েছে, তা বলেছি। ওদের সম্পর্কে যা জানি, তা বলেছি। এই সংক্রান্ত যে সমস্ত তথ্য আমার কাছে আছে, তা জমা দিতে বলেছে। শনিবার জমা দেব। প্রশাসনের উপর আস্থা আছে। আমি চাই, ত্রাসের পরিস্থিতির পরিবর্তন হোক।   
  • Link to this news (বর্তমান)