আমাদের বলি দিয়েই মুনাফা লুটছে ফোন-কেবলওয়ালারা, ক্ষুব্ধ আম জনতা
বর্তমান | ১২ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাম বেড়েছে ওষুধের। অগ্নিমূল্য সব্জি। মহার্ঘ মোবাইল রিচার্জও। এবার মধ্যবিত্তের দিনযাপন আরও কঠিন হতে চলেছে কেবলওয়ালাদের সৌজন্যে। অন্তত খবর এমনটাই। এই খবর ছড়াতেই চিন্তার ভাঁজ পড়েছে আম জনতার কপালে। পেনশনের টাকায় কীভাবে সংসার চলবে? এই প্রশ্নই এখন তাড়া করে বেরচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মনে। আর চাকরিরত মধ্যবিত্তরা ভাবছেন, মাসের শেষে ইএমআই, নানা রকমের ইনসিওরেন্সের বোঝার উপরে কীভাবে এই খরচ টানবেন তাঁরা। এক ব্যক্তির কথায়, সেরকম হলে কেবল বন্ধ করে দিতে হবে। এই দুর্মূল্যের বাজারে আর বিনোদন বলে কিছু থাকবে না। ওই যা দেখার বা জানার সবটাই ফোনে করতে হবে। কাজের শেষে কিছু তো বিনোদন লাগে!
এক মোবাইল রিচার্জ দোকানির কথায়, সবটাই অভ্যাস, বুঝলেন। এতদিন কার্যত বিনামূল্যে সবটা পেয়ে গিয়েছেন। এবার অভ্যাস হয়ে যাওয়ার পরে ওরা টাকা চাইছে। এটাই নিয়ম। কেন্দ্রের নিয়ামক সংস্থাও মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে হাত তুলে নিয়েছে। কাজেই উদার অর্থনীতির হাত ধরে, এই মূল্যবৃদ্ধি রাজনীতির বাজারেও উষ্ণতা বাড়িয়েছে। অনেকে মনে করছেন, ভোট মিটতেই মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু আম জনতার রাজনীতি নিয়ে কাজ নেই। তাঁরা দিনের শেষে, পকেটে সামান্য টাকা দেখতে চান। সেটাই তো ভবিষ্যতের জন্য সঞ্চয়। সেসব আর হচ্ছে কই! নিত্যদিনের নাওয়া-খাওয়া চালাতেই তো কালঘাম ছুটছে।