• হাবড়ায় ভাঙা হল বহু দোকানের বেআইনি নির্মাণ, ক্ষোভ
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে চলছিল ব্যবসা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বৃহস্পতিবার তা ভাঙার কাজ শুরু হল। এদিন দুপুরে হাবড়া শহরে যশোর রোডের পাশে থাকা এমন বেশ কয়েকটি দোকানের সামনের অংশ বুলডোজার চালিয়ে ভেঙে দেয় পুরসভা। তবে এই নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ব্যবসায়ীদের একাংশ বলছে, কোনওরকম আগাম নোটিস ছাড়া সামনের অংশ ভাঙা হল।


    পুরসভার সূত্রে জানানো হয়েছে, যশোর রোডের ধারে অটো স্ট্যান্ডের পাশে বেশ কিছু দোকান রাস্তায় বেআইনিভাবে চাতাল নির্মাণ করেছিল। এজন্য যানজট বাড়ছিল শহরে। এনিয়ে ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকও করেছিল পুরসভা। তারপর ব্যবসায়ী সমিতির মাধ্যমে ওই ব্যবসায়ীদের বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কথাও বলা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় এদিন বাধ্য হয়ে সেই জায়গা ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ মতো আমরা পদক্ষেপ করেছি। এই ব্যবসায়ীদের অনেক আগেই নোটিস দেওয়া হয়েছিল সরকারি জায়গা ছেড়ে দেওয়ার জন্য। পাশাপাশি ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেও এই সরকারি জায়গা জবরদখল মুক্ত করতে বলা হয়েছিল। কিন্তু তা হয়নি। তাই যা করার তা করা হয়েছে। শহরকে যানজট মুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ করা হবে। তবে কোনও হকারকে আমরা উচ্ছেদ করব না।


    এদিকে, ব্যবসায়ীদের অভিযোগ, কোনও নোটিস পুরসভার তরফে দেওয়া হয়নি। আর দুই বছর আগে যে নোটিস দেওয়ার যে কথা বলা হচ্ছে, তা অনেকেই পাননি। বেছে বেছে কিছু দোকানের সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)