সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী ব্লকের সগুনা পঞ্চায়েতের কাঁটাবেলে এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি অঙ্গনওয়াড়ি স্কুলের সামনে বোমা ফাটে। এর ফলে আতঙ্কে পড়ুয়ারও কেউ এদিন স্কুলমুখো হয়নি। অঙ্গনওয়াড়ি স্কুলটিতে এরপরেও এদিন খাবার রান্না হয়ে গেলেও তা খেতে আসেনি কেউ। স্থানীয় একটি সূত্রের দাবি, পারিবারিক বিবাদের কারণে গ্রামে ঢোকা নিয়ে দুই পরিবারের গণ্ডগোল চলছে। তার জেরেই এদিন সকালের দিকে বোমা পড়েছে স্কুলের সামনে। পরে খবর পেয়ে কল্যাণী থানার পুলিস আসে ঘটনাস্থলে। ওই এলাকায় রাস্তার মোড়ে থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। কারা এই বোমা ফেলল, তার খোঁজ শুরু হয়েছে।
এদিকে, ঘটনার জেরে আতঙ্ক রয়েছে এলাকায়। গ্রামের মহিলারা পুলিসের সামনে এনিয়ে ক্ষোভ জানান। তবে এই ঘটনায় কোনও পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তারও হয়নি। স্থানীয় এক মহিলা রেশমা খাতুন বলেন, আমরা মাঠে কাজে যাই। শিশুরা রাস্তা দিয়ে নিজেরাই স্কুলে যায়। কিন্তু এই ঘটনার পর তারাও ভয়ে ঘর থেকে বের হতে চাইছে না। আমরা চাই পুলিস কড়া হাতে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করুক। অন্যদিকে, ওই অঙ্গনওয়াড়ি স্কুলের একজন দিদিমণি কল্পনা মোদক ঘোষ বলেন, এই স্কুলে প্রায় ২০ জন পড়ুয়া আছে। আর খাবার খায় ৪৫ জনের মতো। তারা কেউ বোমার আতঙ্কে স্কুলে আসেনি। এদিকে স্কুলের রান্না হয়ে গিয়েছে। তবে পরে সবাই টিফিন কৌটো দিয়ে গিয়েছে খাবার নিয়ে যাওয়ার জন্য।