ট্রেনে কাটা পড়া মায়ের মুণ্ড হাতে উদভ্রান্ত যুবক, চাঞ্চল্য ডানকুনিতে
বর্তমান | ১২ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সাত সকালে এক মহিলার কাটামুণ্ড হাতে নিয়ে রেললাইন পার হচ্ছিল এক যুবক। তাঁর উসকো খুসকো চেহারা, রক্তাভ চোখ দেখে হাড় হিম হয়ে গিয়েছিল স্থানীয় মানুষদের। কিছু সময় পলক ফেলতে পারেননি ডানকুনির গোবরা এলাকার প্রত্যক্ষদর্শীরা। তারপরেই হইহই পড়ে যায়। ওই যুবককে ঘিরে ধরেন স্থানীয়রা। ততক্ষণে চলে এসেছে রেলপুলিসও। তারপরেই প্রকাশ্যে আসে এক ভয়াবহ যন্ত্রণার কাহিনি।
জানা যায়, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। সকালে রেললাইন পার হতে গিয়ে তাঁর মা ডলি ঘোষ (৫১) ট্রেনে কাটা পড়ে মারা যান। মায়ের দ্বিখণ্ডিত দেহ যুবকটি বয়ে আনতে পারেননি। তাই মায়ের ধড়হীন মুণ্ডটি নিয়েই বাড়ি ফিরছিলেন। বিষয়টি জানার পরে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।
ডানকুনি থানার পুলিস ও কামারকুণ্ডু জিআরপি এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনি পুরসভার ছ’নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লিতে মানসিক ভারসাম্যহীন ছেলে সুখেন ঘোষকে নিয়ে থাকতেন ডলিদেবী। এদিন সকালে তিনি বাজারে যাচ্ছিলেন। গোবরা স্টেশন কাছে ১০ নম্বর রেলগেট দিয়ে পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। কিছু সময় পরেই দেখা যায় এক যুবক ছুটতে ছুটতে আসছেন। তিনি রেলে কাটা পড়া ওই মহিলার দেহ তোলার আপ্রাণ চেষ্টা করছেন। না পেরে শেষপর্যন্ত কেবল মুণ্ডটি নিয়েই হাঁটতে শুরু করেন। সেই দৃশ্যে প্রথমে আতঙ্ক ছড়ায়। পরে এক অসহায় যুবকের মর্মান্তিক কাহিনি প্রকাশ্যে আসে।
কামারকুণ্ডু জিআরপি আরও জানিয়েছে, ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুখেন ঘোষের কাছ থেকে তাঁর মায়ের দেহাংশ নিয়ে নেওয়া হয়েছে। তাঁর অসুস্থতার কথা ভেবেই কোনও আইনি পদক্ষেপ করা হয়নি।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী দীপালি দাস বলেন, প্রথমে খুবই ভয়াবহ দৃশ্য মনে হয়েছিল। উদভ্রান্ত এক যুবক এক মহিলার কাটামুণ্ড হাতে করে নিয়ে যাচ্ছেন। সেই দৃশ্য সহ্য করা যাচ্ছিল না। কিন্তু সমস্ত ঘটনার জানার পরে খুবই অসহায় লাগছিল। মাতৃহারা, মানসিকভাবে সমস্যায় থাকা এক যুবকের অস্ফুট যন্ত্রণা সহজেই বোঝা যাচ্ছিল।