• জনতার অভিযোগ জানতে ড্রপ বক্স বসালেন বিধায়ক
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্থানীয় নেতারা দাদাগিরি বা দুর্নীতি করলে অনেক সময় অভিযোগ জানানোর উপায় থাকে না। এমন অনেক ঘটনা ঘটে যা নিয়ে প্রকাশ্যে অভিযোগ জানাতে ভয় পান নাগরিকরা। এবার এই ধরনের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা সহজে বিধায়ককে জানাতে পারবেন সোনারপুর উত্তরের নাগরিকরা। অভিযোগ জমা দেওয়ার জন্য একটি বাক্স রাখার ব্যবস্থা করেছেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম। সেখানে মানুষ লিখিত আকারে অভিযোগ জমা দিতে পারবেন। বিধায়ক জানান, সংবেনশীল ঘটনায় অভিযোগকারীর নাম ও ঠিকানা গোপন রাখা হবে।


    রাজ্যজুড়ে একের পর এক দাদাগিরির ঘটনা সামনে আসছে। বহু জায়গায় বাহুবলীদের হাতে অত্যাচারিত হয়েও অভিযোগ জানানোর সুযোগ পায় না মানুষ বলে অভিযোগ। সে সময় সোনারপুরে বিধায়কের উদ্যোগে নেওয়া এমন এক জনমুখী পদক্ষেপ স্বস্তি দিতে পারে মানুষকে বলে মনে করছেন অনেকে। গড়িয়া স্টেশন এলাকায় রাখা হয়েছে এই বাক্স। তার চাবি থাকবে বিধায়কের কাছে। ফলে কেউ চাইলেই চিঠিপত্র বের করে পড়তে বা গায়েব করে দিতে পারবে না। বিধায়ক বলেন, ‘আমি নিজেই বাক্সের চাবি খুলব। জমা পড়া অভিযোগ খতিয়ে দেখব। দলের নেতা-কর্মী-কাউন্সিলারদেরও বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়লে তা দলীয় নেতৃত্বকে জানানো হবে।’


    বিষয়টি চালুর পরই জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই বাক্সে অভিযোগ জমা শুরু হয়ে গিয়েছে। এই উদ্যোগে বাসিন্দারা খুশি। তাঁদের বক্তব্য, বিভিন্ন বিষয়ে বিধায়ককে জানানো যাবে। যে সব কাজ কাউন্সিলার বা অন্যান্য আধিকারিকদের বলেও হয়নি তা এবার সরাসরি বিধায়ককে জানাতে পারব। এই উদ্যোগকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি নেতা রঞ্জন বৈদ্য বলেন, ‘এর আগে মুখ্যমন্ত্রীকে বলো এবং এক ডাকে অভিষেক চালু হয়েছিল। তারপর দুর্নীতি বেড়েছিল। এই বিধানসভা এলাকাতেও অনেক অভিযোগ উঠেছিল। কিন্তু সেগুলি নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এ ক্ষেত্রে এই উদ্যোগ যদি মানুষের উপকারে আসে তাহলে ভালো।’ -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)