• মোবাইল চোর সন্দেহে এবার মেট্রো স্টেশনে উত্তেজনা, আটক ১
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রী বোঝাই মেট্রোতে মোবাইল চুরির অভিযোগ। চোর সন্দেহে পাকড়াও এক ব্যক্তি। অফিস টাইমের ব্যস্ত সময়ে এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল। এদিন সন্ধ্যায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই রেক। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ময়দান স্টেশনে এক যাত্রী পকেট কারও হাত ঢুকছে বুঝতে পারেন। ভিড়ে ঠাসা অবস্থায় প্রথমে তেমন আমল দেননি। আচমকা মনে পড়ে পকেটে রয়েছে মূল্যবান মোবাইল ফোন। দ্রুত পকেট চাপড়ে বুঝতে পারেন মোবাইলটি হাওয়া হয়ে গিয়েছে। তারপর পাশের ব্যক্তির চালচলন ও অঙ্গভঙ্গি দেখে সন্দেহ হওয়ায় চিৎকার জুড়ে দেন। ততক্ষণে মেট্রো পার্ক স্ট্রিট স্টেশনে পৌঁছে গিয়েছে। কিন্তু সেখানে উল্টোদিকে দরজা খোলায় যাত্রীদের অত্যাধিক চাপে সন্দেহভাজন চোরকে নামানো যায়নি। ওই ব্যক্তির কয়েকজন বন্ধু ও সহযাত্রীরা সন্দেহভাজনকে মোবাইল ফেরত দিতে চাপ দেয়। শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এসপ্ল্যানেড স্টেশনে নামতেই চড়-থাপ্পর দেওয়া শুরু হয়। অফিস ফেরত যাত্রীদের ভিড় জমে যায় মেট্রো স্টেশনে। ঘটনাস্থলে আসে আরপিএফ বাহিনী। সন্দেহভাজনকে রেলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, গত কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে চোর সন্দেহে একাধিক পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। যা নিয়ে রাজ্য প্রশাসন চরম উদ্বেগ প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে জেলাশাসক ও পুলিস কর্তাদের কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)