• চেতলায় গভীর রাতে পাঁচিল টপকে বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণের চেষ্টা
    বর্তমান | ১২ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণের চেষ্টা করল যুবক। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে চেতলা এলাকায়। তরুণীর চিৎকারে অবশ্য পালিয়ে যায় অভিযুক্ত। এরপরই ওই তরুণী চেতলা থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিস ধর্ষণের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।


    পুলিস সূত্রে জানা যাচ্ছে, ওই তরুণী নিজের ঘরে একাই ঘুমোন। অন্যদিনের মতো মঙ্গলবারও তিনি ওই ঘরে ঘুমিয়েছিলেন। বাড়ির পাঁচিল টপকে ঢুকে অভিযুক্ত সরাসরি ওই তরুণীর ঘরে চলে যায়। গভীর ঘুমে আচ্ছন্ন ওই মহিলার পোশাক খোলার চেষ্টা করলে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার শুরু করেন। পাশের ঘর থেকে মেয়ের চিৎকার শুনে বেরিয়ে আসেন মা। তখন পাঁচিল টপকে পালিয়ে যায় অভিযুক্ত। ঘরের মধ্যে এভাবে বাইরের লোক ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন তরুণী। তিনি বলেছেন, ওই যুবককে তিনি চেনেন। এই এলাকাতেই থাকে। এরপর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিস জেনেছে, যুবকটি অনেকদিন ধরেই উত্ত্যক্ত করছিল তরুণীকে। রাস্তায় বেরলেই তাঁকে অনুসরণ করত। অভিযুক্ত স্থানীয় হওয়ায় ওই বাড়িতে প্রবেশের ফাঁকফোকর তার জানা ছিল। গভীর রাতে এলাকা ফাঁকা থাকে, এই সুযোগকে কাজে লাগিয়েই অভিযুক্ত পাঁচিল টপকে ওই বাড়িতে ঢুকেছিল। তরুণীর ঘুম ভেঙে যাওয়ায় সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। পুলিসের অনুমান, অভিযুক্ত ক্লোরোফর্ম জাতীয় কিছু জিনিস সঙ্গে নিয়ে এসেছিল। তাকে ধরা গেলেই এই বিষয়টি স্পষ্ট হবে। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে বলে খবর।
  • Link to this news (বর্তমান)