নাগেরবাজারে বড়সড় অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে গেঞ্জির কারখানা
এই সময় | ১২ জুলাই ২০২৪
ফের বড়সড় অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল দমদমের নাগেরবাজার এলাকা। একটি গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লেগেছে বলে খবর। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি কারখানা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। একে একে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের প্রায় ৩০টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের কাজ করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে খবর। এদিকে গোডাউনের মধ্যে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোর ৩টে ১০ নাগাদ দমদমের নাগেরবাজার এলাকায় একটি আইসক্রিম কারখানা, গেঞ্জি কারখানা ও ওই গোডাউনটিতে আগুন লাগে।তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একের পর এক ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের। আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে তার জন্য চারপাশ থেকে জল দেওয়ার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। দ্রুত আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছন সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে। যেহেতু এখনও দমকল কর্মীরা ভিতরে প্রবেশ করতে পারেননি, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কতটা সময় লাগতে পারে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে দমকলের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানান, পৌনে চারটে নাগাদ আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে ৪টের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সঙ্গে কাজ শুরু করা হয়েছে। আগুন আর ছড়ায়নি বলেই জানান তিনি। আগুন আপাতত আর ছড়ানোর আশঙ্কা নেই বলেও জানান ওই আধিকারিক। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। যদিও দমকলের কাছে অনেক পরে খবর দেওয়া হয়েছে বলেই দাবি ওই দমকল আধিকারিকের। এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, খবর দেওয়ার বেশ খানিকক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল।
দমকল তরফে জানান হয়েছে প্রায় ১ লাখ স্কোয়ার ফুট এলাকাজুড়ে লেগেছে আগুন। মাত্র ১৫ মিনিটের মধ্যেই আগুন এতটা ছড়িয়ে পড়েছে বলে মনে করছে দমকল। এলাকায় যে শেড ছিল, আগুনের ফলে সেটিও ধসে পড়েছে। ঘটনাকে কেন্দ্রে করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।