এই সময়: মাস খানেক ধরেই বাজারে ক্রেতার হাতে ছেঁকা দিচ্ছে আনাজের দাম। সেই সমস্যা সমাধানে কলকাতায় আরও ১৮টি ‘সুফল বাংলা’ মোবাইল ভ্যান চালু করল রাজ্য সরকার। কৃষি বিপণন দপ্তর সূত্রে খবর, এই নতুন ভ্যানগুলি মূলত নিউ উন, সল্টলেক, লেক মার্কেট, শিয়ালদহ, বউবাজার, গড়িয়াহাট এলাকার বাসিন্দাদের জন্য খোলা হয়েছে।ধাপে-ধাপে রাজ্যের অন্যত্রও স্টলের সংখ্যা বাড়ানো হবে বলে জানান দপ্তরের এক কর্তা। আনাজপাতি কিনতে গিয়ে মানুষের পকেটে যাতে চাপ না পড়ে, সে লক্ষ্যেই কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে ‘সুফল বাংলা’ স্টল বসানোর সিদ্ধান্ত নেয় সরকার। খুচরো বাজারের তুলনায় এই স্টলে আনাজের দাম অনেকটাই কম। রাজ্যে এখন এই স্টল ৪৮৬টি, যার মধ্যে স্থায়ী ৭২টি।
কিন্তু কলকাতা এবং লাগোয়া বিধাননগর, নিউ টাউনে স্টলের সংখ্যা পর্যাপ্ত নয় বলে অভিযোগ। সরকারি সূত্রে খবর, কলকাতা পুর-এলাকায় স্থায়ী সুফল বাংলা স্টলের সংখ্যা ১৭। মোবাইল ভ্যান ২৪০। কিন্তু সমস্যা হলো, স্থায়ী স্টলে রোজ আনাজ মিললেও মোবাইল ভ্যানগুলি কোথাও সপ্তাহে এক দিন, কোথাও তিন দিন বসে।
খুব সকালে না গেলে সেখানে আনাজ পাওয়া যায় না বলেও অভিযোগ। তাই স্টল বাড়ানো জরুরি বলে পুরসভার কাছে সম্প্রতি চিঠি দিয়েছেন বেশ ক’জন কাউন্সিলার। মাস কয়েক আগে বউবাজার এলাকার তৃণমূল কাউন্সিলার বিশ্বরূপ দে-ও পুর-অধিবেশনে এ নিয়ে সরব হন। এমন অবস্থায় পুরসভা জানিয়েছে, মানুষের স্বার্থে স্থায়ী স্টল বাড়ানোর জন্য অফিসারদের পাশাপাশি কাউন্সিলারদেরও জায়গা দেখতে বলা হয়েছে।
কোথায় স্টল নেই, সেই জায়গাগুলির তালিকাও বানাতে বলা হয়েছে। কৃষি বিপণন দপ্তরের এক কর্তা বলেন, ‘সম্প্রতি জায়গা দেওয়ার অনুরোধ জানিয়েছি কলকাতা পুরসভাকে। তা পেলে স্থায়ী স্টলও বাড়ানো হবে।’