ছেলের সঙ্গে অশান্তি, বাড়ি থেকে বেরিয়ে রেললাইনে আত্মঘাতী হলেন মা...
আজকাল | ১২ জুলাই ২০২৪
মিল্টন সেন: ছেলের সঙ্গে অশান্তি করে রাস্তায় বেরিয়ে আত্মঘাতী মা। রেললাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ডলি ঘোষ নামক ওই মহিলার। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ডানকুনি পুরসভার ১০ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করে বেলুড় জিআরপি। জানা গিয়েছে, রেললাইনে কাটা পড়ে কোনো এক মহিলার মৃত্যু হয়েছে শুনে ঘটনাস্থলে আসেন ডলি ঘোষের ছেলে সুখেন ঘোষ। দীপালি দাস নামে এক স্থানীয় বাসিন্দা জানান, ওই এলাকাতেই ছেলে সুখেনকে নিয়ে থাকতেন দীপালি।
সুখেন মানসিক ভাবে অসুস্থ। ঘটনার দিন সকালেও সুখেনের সঙ্গে তাঁর মায়ের অশান্তি বাধে। মাকে বেশ কিছুক্ষণ তালা দিয়ে আটকে রাখেন তিনি। এরপরেই ডলিদেবী রাগ করে বাড়ি থেকে বেরিয়ে রেললাইনের পাশে বসেছিলেন। জানা গিয়েছে, হঠাৎ ট্রেন দেখতে পেয়ে লাইনে শুয়ে পড়েন তিনি। খবর পেয়ে আধঘণ্টা পর ঘটনাস্থলে আসে সুখেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে কান্নাকাটি করতে থাকে সে। মায়ের পা ধরে টানতে থাকে। বেশ কিছুক্ষণের চেষ্টায় সুখেনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।