• ঘুরে দাঁড়াতে কী প্ল্যান? অমর্ত্যের প্রশ্নের মুখে বিমান-সেলিম
    এই সময় | ১২ জুলাই ২০২৪
  • ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকেই বাংলায় শূন্যের গেরোতে পড়েছে বামেরা। পাঁচ বছর পরে নবীন প্রজন্মের একদল মুখকে মাঠে নামিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি সিপিএম। এই চরম দুর্দিনে বাংলায় বামেদের ঘুরে দাঁড়াতে আলিমুদ্দিন স্ট্রিট কী প্ল্যান করছে? অমর্ত্য সেনের এই প্রশ্নের মুখে পড়লেন বিমান বসু, মহম্মদ সেলিম, রবিন দেবের মতো নেতারা।হারানো জনভিত্তি ফেরাতে সিপিএমের আশু রোড-ম্যাপ এই নোবেল জয়ী অর্থনীতিবিদকে ব্যাখ্যা করার পাশাপাশি বামেদের পুনরুজ্জীবনের জন্য অমর্ত্য সেনের পরামর্শ ও গাইডেন্স চেয়েছেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতৃত্ব। অমর্ত্য তাঁর ভাবনা ই-মেলে লিখিত ভাবে সিপিএম নেতৃত্বকে জানানোর আশ্বাস দিয়েছেন।

    কলকাতায় তিনি যে হোটেলে রয়েছেন সেখানেই বৃহস্পতিবার বিমান, সেলিম সহ সিপিএম নেতৃত্ব যান। দু’ঘণ্টার বেশি সময় অমর্ত্যর সঙ্গে কথা বলেন তাঁরা। এই দীর্ঘ আলোচনায় পশ্চিমবঙ্গের আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাম নেতাদের বিভিন্ন প্রশ্ন করেন প্রবীণ এই অর্থনীতিবিদ। আলোচনা করতে গিয়ে প্রেসিডেন্সি কলেজে নিজের ছাত্র জীবনের স্মৃতিচারণায় ফিরে গিয়েছেন অমর্ত্য। ছাত্র জীবনে ভারত ছাত্র ফেডারেশনের সক্রিয় সদস্য ছিলেন তিনি।

    অবিভক্ত কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠনের সদস্য হিসেবে কী ভাবে আন্দোলন করেছিলেন, সেই ইতিবৃত্ত-ও প্রাক্তন ছাত্র নেতা বিমানের সামনে তুলে ধরেন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। কিন্তু বাংলায় বামেদের এই ধারাবাহিক বিপর্যয় নিয়ে তিনি যে উদ্বিগ্ন সেই বিষয়টি অমর্ত্যের কথায় ঘুরেফিরে এসেছে।

    সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, ‘অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন পশ্চিমবঙ্গে বামপন্থীদের পুনরুজ্জীবন একান্তই জরুরি। সেই পুনরুজ্জীবনের জন্য আমাদের কী প্ল্যান রয়েছে, তা উনি জানতে চেয়েছেন। আমাদের পরিকল্পনা জানানোর সঙ্গে ওঁর পরামর্শ ও গাইডেন্স চেয়েছি আমরা।’

    লোকসভা নির্বাচনে ভরাডুবি পরে নির্বাচনী বিপর্যয় নিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির বৈঠকে একপ্রস্ত আলোচনা করেছে। হারানো জনভিত্তি ফেরাতে কী কী পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে তা অমর্ত্যকে জানিয়েছেন সিপিএম নেতৃত্ব। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন দেবের কথায়, ‘এই লোকসভা নির্বাচনে বিজেপির হিন্দু রাষ্ট্র তৈরির পরিকল্পনাকে যে ঠেকানো গিয়েছে তা উনি আগেই বলেছেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পরিবর্তিত পরিস্থিতি নিয়েও উনি কিছু উদ্বেগের কথা জানিয়েছেন।’

    বাম নেতৃত্বের সঙ্গে অমর্ত্যের এই মত বিনিময়ে প্রখ্যাত চিন্তবিদদের বিভিন্ন ভাবনার কথাও উঠে এসেছে। নোয়াম চমস্কি থেকে এরিক হবসবমের ভাবনা-চিন্তা নিয়েও অমর্ত্য বাম নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিরিয়াস গবেষণার জন্য আলিমুদ্দিন স্ট্রিট কী ভাবে জ্যোতি বসু রিসার্চ সেন্টার গড়ে তুলছে তা বিমান জানিয়েছেন অমর্ত্যকে। সিপিএম নেতৃত্বের এই উদ্যোগের প্রশংসাও করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
  • Link to this news (এই সময়)