• কল্যাণী আইটিআই মোড়ে এবার ১৪০ ফুটের মণ্ডপ, উদ্বোধন কবে?
    এই সময় | ১২ জুলাই ২০২৪
  • খুঁটি পুজোর পর দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হল। আর এবার মণ্ডপ নির্মাণ ও তার আয়তন নিয়েও বড় আপডেট দিল কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। এই বছর ব্যাঙ্ককের অরুণ ওয়াট কৃষ্ণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে লুমিনাস ক্লাবের মণ্ডপ। ইতিমধ্যেই মণ্ডপ তৈরির কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে।কেমন হবে মণ্ডপ?এই বছর ৩২ বর্ষে পদার্পণ করছে লুমিনাস ক্লাবের পুজো। সম্পূর্ণ মণ্ডপটিই তৈরি হবে ঝিনুক দিয়ে। মন্দিরের উচ্চতা হতে চলেছে ১৩৮ থেকে ১৪০ ফুট। আর চওড়ায় মণ্ডপটি হবে প্রায় ১৩০ থেকে ১৩৫ ফুটের কাছাকাছি। বর্তমানে জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। এবারেও প্রতিমাকে সাজান হবে প্রথম সারির একটি স্বর্ণ বিপণীর সোনার গয়নায়।

    পুজোর উদ্বোধন কবে?এই বিষয়ে ক্লাবের অন্যতম কর্ণধার অরূপ মুখোপাধ্যায় জানান, ব্যাঙ্ককের অরুণ ওয়াট কৃষ্ণ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপটি। মূল মন্দিরে রয়েছে একটি প্রধান চূড়া সহ মোট ৫টি চূড়া। তবে কল্যাণীর এই ক্লাব অবশ্য পর্যাপ্ত জায়গার অভাবে তাদের মণ্ডপে ৩টি চূড়ার রাখার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের সদস্যদের আশা, এবারেও তাঁদের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও উদ্বোধন কবে হবে তা অবশ্য এখনও জানা যায়নি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী তা নির্ধারিত হবে বলে জানা যাচ্ছে। অরূপ বলেন, 'আমরা আশাকরি মুখ্যমন্ত্রীই উদ্বোধন করবেন। সেটা সরকার সিদ্ধান্ত নেবে, কবে কোন দিনে তিনি উদ্বোধন করবেন। পরবর্তীতে আমরা যখন জানতে পারব, জানিয়ে দেব।'

    দিকে দিকে ছড়ায় পুজোর খ্যাতিঅরূপ মুখোপাধ্যায় আরও জানান, গত বছর তাঁদের পুজোর নাম শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছিল। রাজ্যের বাইরের মানুষের মনেও কৌতুহল ও উৎসাহ তৈরি করেছিল এই পুজো। তাই এবারে আরও বেশি মানুষ যাতে পুজোর আসতে পারে, সেই চেষ্টাই করা হচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।

    অতীতে কী কী থিম ছিল?প্রসঙ্গত, বিগত ২ বছর ধরে শুধু কল্যাণী বা নদিয়া জেলা নয়, গোটা রাজ্যের বুকেই দর্শনার্থীদের অন্যতম গন্তব্য ছিল লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গণ। ভিড় টানার ক্ষেত্রে শহর কলকাতার তাবড় পুজোগুলিকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় কল্য়াণীর এই ক্লাব। গত বছর তারা চিনের গ্র্যান্ড লিজবোয়ার আদলে মণ্ডপ তৈরি করে। আর তার আগের বছরে মণ্ডপ তৈরি হয়েছিল মালয়েশিয়ার ট্যুইন টাওয়ারের আদলে। এখন দেখার লুমিনাস ক্লাবের এবারের প্রয়াস কতটা ক্রাউড পুলার হয়ে উঠতে পারে।
  • Link to this news (এই সময়)