• বর্ধমানে উড়ালপুল নির্মাণে জট, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে প্রশাসন
    এই সময় | ১২ জুলাই ২০২৪
  • বর্ধমান তালিত রেলগেট ফ্লাইওভার এবং শক্তিগড় ফ্লাইওভারের দাবি রয়েছে দীর্ঘদিন ধরে। এর পাশাপাশি ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমান থানার তেজগঞ্জ ও গলসী থানা এলাকার ভাষাপুরে উড়ালপুলের দাবি করে আসছেন স্থানীয় বাসিন্দারা। সেতু নির্মাণের সমস্যা মেটাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসল জেলা প্রশাসন।জাতীয় সড়ক সম্প্রসারণের বিষয়টি নিয়ে আগেই বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার বাসিন্দারা। প্রাক্তন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া উড়ালপুল তৈরির আশ্বাস দিলেও তা কার্যত হয়নি। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়ে দেয়, এলাকাবাসী ঠিক যে জায়গায় উড়ালপুল তৈরির দাবি জানিয়েছেন, সেখানে তা নির্মাণ করা সম্ভব নয়। এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে এই সমস্যা মেটাতে বৃহস্পতিবার বৈঠক করা হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে।

    জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে ছিলেন বর্ধমান সদর দক্ষিণের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ত দফতরের আধিকারিক ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিনিধি। মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস জানান, রাজ্যে পূর্ত দফতরের আধিকারিক রিপোর্ট জমা দিলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যে এলাকা পরিদর্শন করবেন তাঁরা।

    প্রসঙ্গত, বর্ধমান তালিত রেলগেট ফ্লাইওভার এবং শক্তিগড় ফ্লাইওভার নির্মাণ নিয়েও সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। কিছুদিন আগেই তালিত রেলগেট পরিদর্শনে যান সাংসদ কীর্তি আজাদের। সঙ্গে ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, বর্ধমান–১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি এবং বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি গুপ্ত। তালিত রেল গেটের কাছে যান চলাচলের সমস্যা রয়েছে দীর্ঘদিনের। রেলগেটের ফ্লাইওভার নির্মাণ নিয়ে জোরালো দাবি রয়েছে স্থানীয় বাসিন্দাদের। উড়ালপুল হয়ে গেলে মানুষকে যানজটে পড়ে সময় নষ্ট করতে হবে না, এর পাশাপাশি উড়ালপুল হলে যাতায়াতে গতি আসবে আর রেল দুর্ঘটনা এড়ানো যাবে। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান নবনির্বাচিত সাংসদ।

    এর বাইরে ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমান থানার তেজগঞ্জ ও গলসি থানা এলাকার ভাষাপুরেও নতুন উড়ালপুল নির্মাণের দাবি রয়েছে। জাতীয় সড়কের সঙ্গে আলোচনা করে সঠিক জায়গা চিহ্নিত করে এই উড়ালপুল নির্মাণের প্রচেষ্টায় জেলা প্রশাসন। এই দুটি উড়ালপুল স্থানীয় যোগাযোগ ব্যবস্থার অনেকটাই উন্নতি ঘটাবে বলেই মনে করছেন সকলে।
  • Link to this news (এই সময়)