আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ফের ‘গণপিটুনি’র ঘটনা। এবার বর্ধমানে। জানা গেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানা এলাকায় চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় চার জনকে। এমনই অভিযোগ। প্রসঙ্গত, ওই এলাকায় কিছুদিন ধরেই চুরির ঘটনা ঘটছিল। তাই গ্রামবাসীরা পালা করে রাত পাহারা দিচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে চার জন যুবককে দেখা যায় তারা প্লাস্টিকের আসবাবপত্র নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছেন। স্থানীয়রা ওই চার জনকে চোর সন্দেহে আটকে গণপিটুনি দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা। আক্রান্তদের উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় পুলিশকে। অভিযোগ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। যার আঘাতে দুই পুলিশ কর্মী জখম হন। এরপরেই পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী যায় এলাকায়। আক্রান্তদের উদ্ধার করার পাশাপাশি মারামারির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করে। আক্রান্তরা মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গেছে। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্লাস্টিকের আসবাবপত্র বিক্রি করা তাদের কাজ।