• ঝড়, বৃষ্টি,বজ্রপাত কতদিন চলবে দক্ষিণবঙ্গে? বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর...
    আজকাল | ১২ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রবল বর্ষণের অপেক্ষায় দক্ষিণবঙ্গ। এবার দক্ষিণের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। কী বলছে আবহাওয়া দপ্তর? কবে তুমুল ঝড়-বৃষ্টি হবে জেলায় জেলায়?

    শুক্রবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। শুক্রবার তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দুই বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হলেও দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পরিমাণ থাকবে তুলনামূলক বেশি। রবি-সোমেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে।

    বৃষ্টিপাত হলেও, শহর কলকাতার তাপমাত্রা শুক্রবার স্বাভাবিকের থেকে ২.৫ডিগ্রি বেশি। হাওয়া অফিসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত ধাপায়- ২৬ মিমি, তপসিয়ায়- ৩১ মিমি, উল্টোডাঙ্গায়- ৪৫ মিমি, মানিকতলায়- ৪৭ মিমি, দত্তবাগানে- ৫৩ মিমি, বীরপাড়ায়- ৫৭ মিমি, মার্কাস স্ট্রিটে- ৩৯ মিমি, বালিগঞ্জে- ৭৮ মিমি, কালীঘাটে- ৩৬ মিমি, চেতলা লক গেটে- ৩৬ মিমি, পাটুলিতে- ৪১ মিমি, গার্ডেনরিচে- ৩৬ মিমি, জোকায়- ২৭ মিমি, ঠনঠনিয়ায়- ৪৩.৬ মিমি বৃষ্টি হয়েছে।

    তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে স্বাভাবিকের চেয়ে কম। তবে তার পরের ২সপ্তাহে বাড়বে বৃষ্টির পরিমাণ। মোউসম ভবনের তরফে জানানো হয়েছে তেমনটাই।
  • Link to this news (আজকাল)