বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন হাড়োয়ায় গুলিবিদ্ধ মহিলা, ভর্তি এসএসকেএমে ...
আজকাল | ১২ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : হাড়োয়ায় গুলিবিদ্ধ এক মহিলা। নাম শম্পা দাস। জানা গিয়েছে, মহিলার কোমরে গুলি লেগেছে। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ট্রমা কেয়ারে চিকিৎসাধীন।
শম্পাকে প্রথমে মিনাখাঁ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করেনি পুলিশ। দুই পরিবারের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা নিয়েই এই কাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।